Life Style News

11 hours ago

Maha Kumbh Mela 2025: মহাকুম্ভ মেলায় আগত পুণ্যার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস!

Maha Kumbh Mela 2025 (Symbolic picture)
Maha Kumbh Mela 2025 (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা এবং উৎসব। আর এই কুম্ভ মেলা শুরু হচ্ছে চলতি মাসের  ১৩ই জানুয়ারি থেকে।  চলবে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য বছরের ন্যায়  দেশ-বিদেশের অনেক পুণ্যার্থীই এই মহাকুম্ভে অংশ নেন।  ঠিক তেমনই এই ধর্মীয়  তীর্থযাত্রায় অংশ নেবেন আমাদের রাজ্যের অগণিত ভক্তবৃন্দ। 

ঐতিহ্যবাহী এই মহাকুম্ভ মেলায় দেশ-বিদেশর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। ইতিমধ্যে ভারতীয় রেলের তরফ থেকে প্রতিবারের ন্যায় একাধিক ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তাই যাওয়ার পরিকল্পনা থাকলে আগে ভাগেই টিকিট কেটে নিন। শুধু তাই নয়-ধর্মশালা, হোটেল, তাঁবু যেখানে থাকতে চান, সেটাও বুক করে নিন। শেষ মুহূ্র্তে যেমন পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে তেমনই টাকাও তুলনামূলক বেশি লাগবে। 

 তীর্থযাত্রায় সামিল হওয়ার আগে পুণ্যার্থীরা বেশ কিছু বিষয় একঝলক দেখে নিনঃ 

১) প্যাকিংয়ে যে বিষয়গুলো নজর দেবেন-হালকা জিনিসপত্র, সেটা জামাকাপড় হোক কিংবা জুতো, জলের বোতল, ওষুধের মতো প্রাথমিক জিনিসগুলো সঙ্গে রাখুন। প্রয়োজন নেই, অযথা এমন জিনিস না নেওয়াই ভালো। তেমনই গয়নার মতো দামি জিনিসপত্র, অতিরিক্ত নগদ টাকা না নিয়ে যাওয়াই শ্রেয়;

২) সুরক্ষাকে গুরুত্ব দিন। মহাকুম্ভ মেলায় কেমন ভিড় হয় কারও অজানা নয়। এই ভিড়ে সুরক্ষিত থাকা জরুরি। অতিরিক্ত ভিড় এড়িয়ে চলুন। নিজের জিনিসপত্রও সামলে রাখুন। একসঙ্গে গেলে একসঙ্গেই থাকার চেষ্টা করুন;

৩) মহাকুম্ভের বিশেষ দিনগুলো অবশ্যই মাথায় রাখবেন। যেমন শাহি স্নান। আগে থেকে সেই অনুযায়ী পরিকল্পনা করুন যাতে নিরাপদে গিয়ে সুস্থভাবেই ফিরতে পারেন;

৪) হাইজিনের দিকটাও ভেবে দেখবেন। শারীরীক এবং মানসিক সুস্থতার জন্য যা খুবই জরুরি। স্যানিটাইজার, মাস্ক সঙ্গে রাখুন। অপরিচ্ছিন্ন জায়গা থেকে খাবার খাওয়ায় বিরত থাকুন। সঙ্গে শুকনো-প্রোটিনযুক্ত খাবার রাখুন;

৫) যেখানে যাচ্ছেন, সেখানকার নিয়মরীতি মেনে চলুন। অন্যান্য পুর্ণ্যাথীদের যাতে আপনার জন্য কোনও সমস্যা না হয়, সেটাও খেয়াল রাখুন;

৬) গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলো ঠোটস্ত করুন। যাঁদের সঙ্গে যাচ্ছেন, ভিড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে যাতে দ্রুত যোগাযোগ করতে পারেন। তেমনই চিকিৎসকের নম্বরও সঙ্গে রাখুন। কোনও সমস্যায় পড়লে যাতে জরুরিকালীন ভিত্তিতে যোগাযোগ করা যায়;

৭) চারিদিকে প্রচণ্ড ভিড় থাকবে। সুতরাং, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সে কারণেই একসঙ্গে থাকার চেষ্টা করুন। দ্রুত যাতে যোগযোগ করা যায় সেই ব্যবস্থাও রাখুন;

৮) গুরুত্বপূর্ণ পথ নির্দেশগুলি মনে রাখুন এবং অনুসরণ করুন। প্রয়োজনে ফোনে ম্যাপ ব্যবহার করুন। ঘাট, কোন গেট দিয়ে ঢুকতে কিংবা বেরোতে হবে, চিকিৎসা পরিষেবা এ সব বিষয়গুলো মাথায় রাখুন;

৯) পোশাকের বিষয়েও ভাবনা চিন্তা করুন। হালকা পোশাক, যেটাতে আপনি স্বচ্ছন্দ, জুতো, সেগুলোই ব্যবহার করুন। অনেক পথ হাঁটা এবং ভিডের সঙ্গেও বিষয়টি গুরুত্বপূর্ণ।

You might also like!