Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Life Style News

7 months ago

Lifestyle: সারাদিন ঘুমে আচ্ছন? কিছুতেই ঘুম কাটছে না? ভাবছেন ক্লান্তি কাটাতে কি কি করবেন?

lifestyle
lifestyle

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সারাদিন কর্ম ব্যস্ততা মিটিয়ে রাতে সাত - আট ঘণ্টা ঘুমনোর পর যদি আবারো ঘুম পায় অথবা ক্লান্তি লাগে তবে সর্বপ্রথম চিকিৎসকের পরামর্শ নিন। কারণ,দিনের বেলা অতিরিক্ত ঘুম পাওয়া, মাঝরাতে ঘুমের মাঝে জেগে ওঠা, একবার ঘুম ভেঙে গেলে দীর্ঘ ক্ষণ ঘুম না আসা নানা রোগের লক্ষণ হতে পারে।

পর্যাপ্ত ঘুমনোর পরেও সবসময় ক্লান্তি অনুভব করেন? রাতভর ঘুমিয়েও সারাক্ষণ ক্লান্তি অনুভব করেন? এমন উপসর্গকে চিকিৎসকেরা সাধারণত ‘স্লিপিং ডিসঅর্ডার’বলে থাকেন। তাই চিকিৎসকের প্রদত্ত পরামর্শ অবশ্যই মেনে চলা উচিত।

ডায়বেটিস,কিডনি,হার্টের বিভিন্ন সমস্যা থাকলে ঘুমের মধ্যে অতিরিক্ত নাক ডাকা,একবার ঘুম ভেঙ্গে গেলে দীর্ঘক্ষণ ঘুম না আসা, যেকোনো সময় অযাচিত ঘুম পাওয়া,প্রচণ্ড ক্লান্তি অনুভুত হওয়া এই ধরনের লক্ষণ প্রকাশ পায়। 

চিকিৎসকেরা বলছেন, শরীরে আয়রনের অভাব হলে এমন সমস্যা দেখা দিতে পারে,তাই শরীর চাঙ্গা রাখতে স্বাস্থ্যকর খাবার গ্ৰহনে জোর দিন। বাদাম,আখরোট,খেজুর এগুলি রোজ খাওয়ার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, আখরোট ২টির বেশি নয়, কাঠবাদাম ৩ থেকে ৪টি খেতে হবে। বাদামে ভরপুর পরিমাণে ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, ফলত শরীরের দূর্বলতা অনেকটা কমিয়ে দেয়।

পুষ্টিবিদরা বলেন, ভাতের বদলে ওট্‌স, ডালিয়া, ব্রাউন রাইস খেলেও ক্লান্তি কমে। শীতের সময়টাতে ক্লান্তি ভাব বেশি আসে বলে টক দই খেতে বলেন পুষ্টিবিদেরা। দই প্রোবায়োটিক যা শরীর চাঙ্গা রাখে। আর এগুলির পাশাপাশি নিয়মিত শরীরচর্চা আবশ্যক।

You might also like!