Life Style News

1 year ago

Durga Puja Hair Care: পুজোর আর দিন কয়েক বাকি, রইল ঘরোয়া উপায়ে চুল ভাল রাখার টিপস

Durga Puja Hair Care
Durga Puja Hair Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপুজোর (Durga Puja 2023) আর একমাসও বাকি নেই। এই সময়ে ত্বকের পাশাপাশি সুন্দর ঝলমলে চুল পেতে চুলেরও যত্ন (Durga Puja Hair Care) নেওয়া প্রয়োজন। তাই আজ দেখে নেওয়া যাক চুলের যত্ন নেওয়ার কয়েকটি ঘরোয়া উপায়।

নারকেল তেল

চুলের যত্ন নিতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। তাই সপ্তাহে অন্তত একদিন হলেও শ্যাম্পু করার আগে চুল ভাল করে নারকেল দিয়ে ম্যাসাজ করে নিন। ঘন্টা খানেক রেখে শ্যাম্পু করে নিন।

অ্যালোভেরা জেল

চুল নরম এবং ময়শ্চারাইজ রাখতে চুলে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতে পারেন। চুল রুক্ষ হয়ে গেলে শ্যাম্পু করার আগে অন্তত মিনিট তিরিশ অ্যালোভেরা জেল মেখে নিলেই মিলবে নরম, মোলায়েম এবং উজ্জ্বল চুল।

মেথি ও দই

মেথির পাউডর ও দই ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এরপর ওই মিশ্রণের মধ্যে অলিভ বা অর্গান অয়েল দিয়ে ঘন্টা দুয়েক চুলে লাগিয়ে রাখলেই কেল্লাফতে। এর পর শ্যাম্পু করে ফেললে চুল কম পড়বে আর উজ্জ্বলও হবে।

ডিম, কলা ও মধু

কলা, ডিম ও মধু মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে নিন। এই মাস্ক শুষ্ক চুলের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

You might also like!