Life Style News

1 year ago

Clothes Musty Smell: বর্ষার দিনে জামা-কাপড়ে বোঁটকা গন্ধ? জেনে নিন দূর করার চটজলদি টোটকা

Clothes Musty Smell
Clothes Musty Smell

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এতদিন বাড়িতে জামাকাপড় ধুয়ে-কেচে শান্তি ছিল। কিন্তু এই বর্ষার দিনে জামা কাপড় ধোওয়া মানেই যেন এক চিন্তা। মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তার কারণ জামা-কাপড় ধোওয়া তো হল, কিন্তু এই বর্ষায় শুকোবেন কীভাবে? জামা-কাপড় ঠিকঠাক ভাবে শুকোয় না বলেই তো সমস্যা শুরু। জামা-কাপড় থেকে সোঁদা গন্ধ বেরোতে থাকে। আর এই বিশ্রী গন্ধের জন্য এই জামা পরা যায় না। এখন তবে কী উপায়? কীভাবে জামাকাপড়ের বাজে গন্ধ দূর করা যায়? জেনে নিন আপনি...

  ১) জামা-কাপড় অন্তত ৩০/৩৫ মিনিট সাবান জলে ভিজিয়ে রেখে তারপর হালকা করে কেচে মেলে দিন। 

  ২) ডিটারজেন্টের সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে দিলে সহজেই দুর্গন্ধ দূর হবে।

  ৩) বৃষ্টির সময় জামা কাপড়ে কাঁদার দাগ লাগলে আগে ডিটারজেন্ট দিয়ে সেই কাঁদার দাগ ধুয়ে নিন। পরে অল্প ডিটারজেন্ট দিয়ে পুরো কাপড়টা ধুয়ে নেবেন।

  ৪) এক সঙ্গে অনেক জামা মেশিনে ধোবেন বলে জমিয়ে রাখবেন না। এতে ওই কাপড়ে উৎকট গন্ধ হয়। অল্প অল্প করে ধুয়ে নিন।



You might also like!