Life Style News

9 months ago

Cold Cream: প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন কোল্ড ক্রিম

Make cold cream at home using natural ingredients
Make cold cream at home using natural ingredients

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের দিনে শুষ্ক ত্বকের যত্ন নিতে কোল্ড ক্রিমই একমাত্র ভরসা। তবে বাজারে যে ধরণের কোল্ড ক্রিম পাওয়া যায় তার থেকে নানান ধরণের স্কিনের সমস্যা দেখা দিতে পারে। দেখা যেতে পারে নানান ধরণের র‍্যাশ, ব্রণ ও দাগ। তাই আসুন না, বাড়িতেই প্রাকৃতিক উপায়ে বানিয়ে নিন কোল্ড ক্রিম। 

হাতের কাছে নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল, বাদাম তেল আর শিয়া বাটার থাকলেই তৈরি হয়ে যাবে কোল্ড ক্রিম। চাইলে পছন্দের এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন।

কিভাবে বানাবেন?  

একটি বড় পাত্রে প্রথমে জল গরম করে নিন। তার উপরে আরও একটি পাত্র রাখুন। এই পাত্রে আধা ২ কাপ বাদাম তেল ও ১/৪ কাপ নারকেল তেল ঢেলে দিন। তার সঙ্গে ২ চামচ শিয়া বাটার মিশিয়ে মিশ্রণটি গলিয়ে নিন। খেয়াল রাখুন তেলের মধ্যে যেন পানি না ঢুকে যায়। এবার একটি চামচ দিয়ে মিশ্রণটি নাড়তে থাকুন। উপকরণগুলো একে-অপরের সঙ্গে মিশে গেলে গ্যাস বন্ধ করে দিন।

এবার তেলের মিশ্রণের মধ্যে দুটি ভিটামিন ই ক্যাপসুল কেটে তরলটা মিশিয়ে দিন। পাশাপাশি ২-৪ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েলও মিশিয়ে দিতে পারেন। এবার মিশ্রণটি চামচ দিয়ে ফেটিয়ে নিন।

এবার এই কোল্ড ক্রিম ভরে নিন কাচের শিশিতে। এই কোল্ড ক্রিম ত্বককে পুষ্টি জোগাবে ও ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।

এই কোল্ড ক্রিম আপনি পুরো শীতজুড়ে ব্যবহার করতে পারেন। ঠিকমতো সংরক্ষণ করে চার মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই কোল্ড ক্রিম।

You might also like!