Life Style News

1 year ago

Easy Tips can make perfume last longer : পারফিউম দীর্ঘস্থায়ী করতে মাথায় রাখুন এই সহজ টিপস গুলি

Easy Tips can make perfume last longer  (Symbolic Picture)
Easy Tips can make perfume last longer (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপনার পোশাক , জুতো , পকেটের রুমাল থেকে আপনার ব্যবহার করা সুগন্ধী সবকিছুই নির্দিষ্ট করে আপনার ব্যক্তিত্বকে। একটা সুন্দর মৃদ্যু সুগন্ধ আপনার উপস্থিতিকে দৃষ্টি গোচর করে তুলতে পারে। সে ক্ষেত্রে আপনার সুগন্ধিকে দীর্ঘ স্থায়ী করে তোলা বাঞ্ছনীয়। 

সহজ কিছু উপায়ে আপনি আপনার ব্যবহৃত সুগন্ধীকে দীর্ঘ স্থায়ী করে তুলতে পারেন জেনে নিন সেই উপায়। 

* কিছুটা তুলো সামান্য জল দিয়ে আধ ভেজা করে নিন, এবার তাতে পারফিউম স্প্রে করুন। সেই ভেজা তুলোটি অন্তর্বাসের মধ্যে  রাখুন। দেখবেন পারফিউম অনেকক্ষণ স্থায়ী হবে। 

** পারফিউম ব্যবহার করার আগে সামান্য পরিমান ভেসলিন নিয়ে আপনার বাহুমূল , গলায় এবং হাতের কব্জিতে মেখে নিন। তারপর সে জায়গায় পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করুন 

***পারফিউম ব্যবহারের আগে সেটি কিছুক্ষনের জন্য রেফ্রিজারেট করে নিন,  ঠান্ডা পারফিউম শরীরের ছড়িয়ে নিলে তার সুগন্ধ বেশিক্ষণ থাকে। 

**** মানব শরীরে অনেক গুলি পালস্‌ পয়েন্ট রয়েছে, যেমন- কব্জি, ঘাড়, গলা এই সকল স্থানে পারফিউম ব্যবহার করলে তার রেশ অনেক ক্ষন থাকে। 

You might also like!