Life Style News

1 year ago

Hair Treatment: দ্রুত চুল পড়ে যাচ্ছে? ৫ ঘরোয়া টোটকায় মুসকিল আসান

Hair Care (File Picture)
Hair Care (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মানসিক উদ্বেগ, সারাদিনের দৌড়ঝাঁপ এর মাঝে চুলের যত্ন নেওয়া হয় না ঠিক করে। ফলে অনেকেই বিশেষত পুরুষেরা বর্তমানে টাক পড়ে গেলে অস্বস্তিতে ভোগেন। এই চার টোটকায় চুল গজাবে খুব তাড়াতাড়ি। আসুন সেই ঘরোয়া টোটকা সম্পর্কে জেনে নেওয়া যাক। 

১) চুলের যত্নে তেল মালিশ

কথায় বলে চুলের খাদ্য হল তেল। চুলহীন মাথায় তেল মালিশ করা নিয়ে অনেকেরই অস্বস্তি হতে পারে। তবে অস্বস্তি কাটিয়ে যদি নিয়মিত মাথায় তেল মালিশ করা যায়, তা হলে কিন্তু টাক মাথায় চুল গজাতে বেশি দিন লাগবে না। 

২) চুলের যত্নে অ্যালোভেরা 

ত্বকের যত্নে যেমন অ্যালোভেরা যেমন কার্যকরী, ঠিক তেমনই চুলের ক্ষেত্রেও এর বিশেষ গুণের পরিচয় মেলে। পাতা থেকে জেল বার করে মাথার ত্বকে লাগাতে পারেন। ঘণ্টাখানেক পরে ধুয়ে নিন। উপকার পাবেন।

৩) ওমেগা ফ্যাটি অ্যাসিড

সব চুলে উঠে গিয়ে একেবারে টাক পড়ে যাক, তা না চাইলে ব্যবহার করতে পারেন ওমেগা ফ্যাটি অ্যাসিড। ক্যাপসুল বাজারে কিনতে পাওয়া যায়। সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করলে চুল ধীরে ধীরে গজাতে শুরু করবে। 

৪) চুলের যত্নে পেঁয়াজ

চুলের যত্নে পেঁয়াজ খুবই কার্যকরী, একথা তো সকলেরই জানা। চুল ঝরা বন্ধ করতে পেঁয়াজের রস ফলদায়ক। অনেকেই ব্যবহার করে সুফল পেয়েছেন। তাই টাক পড়ে যাওয়ার আগের পরিস্থিতিতে ভরসা রাখতে পারেন পেঁয়াজের রসের উপর।

৫) চুলের যত্নে পাতিলেবু

নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। শ্যাম্পু করার আগে এই মিশ্রণটি মাথায় মেখে কিছু ক্ষণ অপেক্ষা করুন। অল্প কয়েক বার ব্যবহার করে ছেড়ে দিলে চলবে না। ধৈর্য ধরে ব্যবহার করুন। উপকার পাবেন।

You might also like!