Life Style News

3 weeks ago

TEA:চা তৈরির পরও চা পাতার ব্যবহার অপরিহার্য, জেনে নিন প্রয়োজনীয় ব্যবহারগুলি

Lifestyle
Lifestyle

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ঘরে ঘরে চায়ের ব্যবহার চূড়ান্ত। সকাল- সন্ধ্যে সকলের চা চাই চাই। আর এই চা তৈরির পর ফেলবেন না চা পাতা,ব্যবহার করবেন প্রয়োজনীয় কাজে।

অনেকেই চা পাতা গাছের সার হিসাবে ব্যবহার করেন। তবে এই চা পাতা হতে হবে চিনি ছাড়া,নাহলে গাছের ক্ষতি আবশ্ক। তবে শুধু গাছের সার হিসেবে নয়, এটি ব্যবহৃত হয় আরও কয়েকটি কাজে। 

আসুন,কাজ গুলি জেনেনি - 

১) কম্পিউটারে সারাদিন কাজ করতে হয়? যদি সারাদিন কম্পিউটারে কাজ করতে হয় তবে সিদ্ধ হওয়া চা পাতা ভালো ভাবে ঠাণ্ডা করে একটি পরিষ্কারে কাপড়ে ওই সিদ্ধ চা পাতা নিয়ে চোখে হালকা ঠাণ্ডা সেঁক দিন, এটি চোখের ক্লান্তি দূর করতে দারুন কাজ করে।

২) বাড়ির কাঠের আসবাবপ্ত্র দীর্ঘদিন মজবুত রাখতে চা পাতার জুড়ি মেলা ভার। ব্যবহার হওয়া চায়ের পাতাকে পুনরায় সিদ্ধ করুন। যে লিকারটি তৈরি হবে, তা দিয়ে আসবাবপত্র নিয়মিত মুছলে বেশিদিন টিকবে এবং চকচকেও থাকবে।

৩) চায়ের পাতায় রয়েছে অ্যান্টি অ্যাক্সিডেন্ট, শরীরে আঘাত লাগলে সেখানে অনায়াসে সিদ্ধ চা পাতা লাগিয়ে দিন। দেখবেন আরাম পাবেন।

৪) জুতোয় দুর্গন্ধ? গ্রিন টি-র পাতা একটি পাতলা কাপড়ের মধ্যে পুরে জুতোর ভিতরে রেখে দিন। টানা ২৪ ঘণ্টা এভাবে রেখে দিলে দেখবেন জুতোর দুর্গন্ধ দূর হয়ে যাবে।

 ৫) ফ্রিজের ভিতরে দুর্গন্ধ হলেও একটি ছোট পাত্রে ব্যবহার হওয়া চা পাতা রেখে ফ্রিজের মধ্যে রাখুন। দেখবেন ফ্রিজ ফ্রেশ থাকবে।

৬) অনেকেই ব্রণর সমস্যায় ভোগেন! তাঁরা ব্যবহৃত চা কিছুক্ষণ পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। তারপর সেই জলে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন।সপ্তাহে অন্তত তিনদিন করুন।দেখবেন সমস্যা দূর হবে।








  

  

You might also like!