Life Style News

9 months ago

December Born Baby: ডিসেম্বরে জন্মানো শিশুদের মধ্যে রয়েছে কিছু বিশেষত্ব! জানুন

Children born in December have some special features! get to know
Children born in December have some special features! get to know

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিশুদের জন্মের খবর মানেই আনন্দের, তা যে মাসেই হোক না কেন। এছাড়া প্রত্যেক শিশুই যে বিশেষ হয় তা বলা অপেক্ষা রাখে না। বলা হয় প্রত্যেক মাসে জন্মানো শিশুদের মধ্যেই মাস অনুযায়ী কিছু না কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হয়। সেই দিক থেকে বিচার করে বলা হয়, ডিসেম্বরে জন্মানো শিশুরাও বিশেষ গুণের অধিকারী।

শারীরিক গঠনে বিশেষত্ব

ডিসেম্বরে আবহাওয়ায় আসে বড় পরিবর্তন। তাই গর্ভের বাইরে বেরোতে না বেরোতেই হাওয়া বদলের সঙ্গে যুঝতে হয় ডিসেম্বরে জন্মানো শিশুদের। তাই সাধারণত দেখা যায় ডিসেম্বর জন্মানো শিশুরা হয় শারীরিক দিক থেকে শক্তপোক্ত হয় নয় খুব দুর্বল। ডিসেম্বরে এই ঠান্ডার সময়ে জন্মানো শিশুদের একাংশের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো হয়। এর বিপরীত উদাহরণও রয়েছে। কারও কারও ক্ষেত্রে দেখা যায়, ডিসেম্বর জন্মানো শিশু সব সময়ই রোগে ভুগছে। বিশেষত সর্দি কাশি সারতেই চায় না।

মানসিক গঠন

বাঙালিদের জন্য উৎসবের শুরু অক্টোবরেই। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো পেরিয়ে বছরের শেষে হাজির ক্রিসমাস। এই পুরো সময়টা সকলেই সাধারণত থাকেন উৎসবের মুডে। খুশি খুশি মন থাকে গর্ভবতী মায়েদেরও। বাহ্যিক খুশি ভীষণ ভালো রাখে গর্ভস্থ শিশুকেও। মা খুশি থাকলে গর্ভে থাকাকালীনই শিশুর ওপরও তার পজিটিভ প্রভাব পড়ে। তাই বলা হয় সিংহভাগ ক্ষেত্রে এসময় জন্মানো শিশু দারুণ হাসি খুশি হয়।

জীবনে সফলতা আসে সহজেই

সিংহভাগ ক্ষেত্রে দেখা যায়, ডিসেম্বরে জন্মানো শিশুরা শারীরিক ও মানসিকভাবে দৃঢ় চরিত্রের হওয়ার কারণে তাদের জীবনে সাফল্যও ধরা দেয় সহজে। তবে এসমস্তই সাধারণ সমীক্ষায় সিদ্ধান্ত, ফলাফলে রকমফেরও ঘটতে পারে।

You might also like!