Life Style News

7 months ago

Best Use of Sour Milk: দুধ কেটে গেলেও চিন্তা নেই, রইল কেটে যাওয়া দুধ ব্যবহারের পাঁচ সহজ উপায়

Best Use of Sour Milk
Best Use of Sour Milk

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবহাওয়া বদলের কারণে দুধ ফোটাতে গিয়ে কেটে গিয়েছে? কী করবেন বুঝতে পারছেন না? তাহলে আজ রইল দুধ কেটে যাওয়ার পর ওই দুধ দিয়ে কী কী বানানো যায় তার টিপস।

১. দুধ কেটে গেলে তা থেকে খুব সহজেই ছানা বানিয়ে নেওয়া যায়। যা থেকে ছানার তরকারি, কোফতা কিংবা হরেক রকমের মিষ্টি বানিয়ে নেওয়া যায়।

২. নষ্ট দুধ থেকে বানিয়ে ফেলুন চিজ। দুধ কেটে গেলে সেটি গ্যাসে বসিয়ে ভিনিগার মিশিয়ে নাড়তে নাড়তে চিজ বানিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিলেই কেল্লাফতে।

৩.কেটে যাওয়া দুধে ময়দা, মধু, দারচিনি দিয়ে ফেটিয়ে সহজেই বানিয়ে ফেলুন প্যানকেক।

৪.নষ্ট হয়ে যাওয়া দুধ ফেসপ্যাক হিসেবেও কাজে লাগাতে পারেন।

৫. কাঠের আসবাবের উজ্জ্বলতা চলে গেলে কেটে যাওয়া দুধে কাপড় ভিজিয়ে ওগুলো মুছে নিলেই জেল্লা ফিরবে।


You might also like!