Life Style News

3 days ago

Rule for Open Kitchen: ফ্ল্যাটে ওপেন কিচেন করছেন? তবে নিম্নে উল্লেখিত টিপসগুলো চোখ বুলিয়ে নিন চটপট!

Open Kitchen
Open Kitchen

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমানে আধুনিক ফ্ল্যাটের গুরুত্বপূর্ণ অংশ ওপেন কিচেন। এই ওপেন কিচেন ফ্ল্যাটের সৌন্দর্য বাড়িয়ে তোলে। তাই আজকালকার দিনে বেশিরভাগই ওপেন কিচেনের রমরমা লক্ষ্য করা যায়। তবে ওপেন কিচেন করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা আবশ্যক। চলুন জেনে নেওয়া যাক,

প্রথমত, রান্নাঘরে হালকা রঙের ক্যাবিনেট নয়। উজ্জ্বল রঙের সানমাইকা ব্যবহার করুন। মেরুন, বেগুনি, সবুজের মতো বাহারি রঙের সানমাইকা ভোল বদলে দেবে আপনার রান্নাঘরের।

দ্বিতীয়ত, বসার ঘর কিংবা বেড রুম নয়, হেঁশেলকেও কিন্তু নানা রকম লাইট দিয়ে সাজিয়ে তুলতে পারেন। আলো কিন্তু অন্দরসজ্জার গুরুত্বপূর্ণ উপকরণ। তাই রান্নাঘরে রকমারি আলোর ব্যবহার দৃষ্টিনন্দন হবে।

তৃতীয়ত, গ্যাসের স্ল্যাব আর দেওয়ালে টাইলসের বদলে কালো মার্বেলের ব্যবহার করতে পারেন। পাশাপাশি রান্নাঘরের মেঝেতেও বদল আনতে পারেন। হেঁশেলে কাঠের মেঝে বেশ ভাল মানায়। আর খুব বেশি খরচ করতে না চাইলে, কাঠের ট্রেক্সারযুক্ত ম্যাটও ব্যবহার করতে পারেন।

চতুর্থত, রান্নাঘরের দেওয়ালে অবশ্যই ব্যবহার করুন এমন রং, যা কিনা সহজে পরিষ্কার হয়। অর্থাৎ রান্না করার সময় যদি তেল, ধোঁয়া বের হয়, তাহলে তা দেওয়ালে ছোপ ফেলতে পারবে না।

You might also like!