Life Style News

6 months ago

Amla For Gray Hair: ২০ পেরতেই মাথা ভর্তি পাকা চুল, কাজে লাগতে পারে আমলকীর রস

After reaching 20, head full of mature hair, amlaki juice can be useful
After reaching 20, head full of mature hair, amlaki juice can be useful

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অসময়ে চুলে পাক ধরলে তা নিয়ে মন খারাপ হওয়াই স্বাভাবিক। কিন্তু কেন অল্প বয়সে চুলে পাক ধরে, সে ধারণা কি আপনার রয়েছে? অনেকেই মনে করেন, পাকা চুল কালো করতে আমলকীর রস কার্যকরী ভূমিকা পালন করে। কিন্তু এই ধারণা কি আদৌ সত্যি ও যুক্তিযোগ্য? এবার তা খতিয়ে দেখলাম আমরা আর তাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হল এই প্রবন্ধে। জেনে নিন আপনিও।

চুলে অসময়ে পাক ধরার কারণ

অল্প বয়সে চুলে পাক ধরতে শুরু করলে তা সত্যিই চিন্তার বিষয়। তবে এই ফাঁদ থেকে বেরতে চাইলে এর পিছনে লুকিয়ে থাকা কারণগুলি সম্পর্কেও জেনে নেওয়া উচিত। সেই তালিকায় রয়েছে…

১) জিনগত কারণ অর্থাৎ পরিবারে কারও এই ধরনের সমস্যা থাকলে আপনারও অল্প বয়সে পাকা চুলের সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে।

২) বিশেষ কিছু ভিটামিন, যেমন- ভিটামিন বি, ডি ও ই-এর অভাবে চুল পাকে।

৩) শরীরে আয়রনের অভাব থাকলেও চুলে পাক ধরতে পারে।

৪) বিশেষ কিছু শারীরিক সমস্যার কারণেও চুলের প্রাকৃতিক রং নষ্ট হয়ে যায়।

৫) অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাবেও এই সমস্যা দেখা দিতে পারে।

জিনগত কারণেও কি এমনটা হয়?

বিশেষজ্ঞদের মতে, জিনগত কারণেই মূলত প্রিম্যাচিওর হেয়ার গ্রেয়িং হানা দেয়। আর এই সমস্যার সমাধান করতে কোনও ঘরোয়া বা প্রাকৃতিক উপাদানই কাজে আসে না। এক্ষেত্রে একমাত্র সাহায্য করতে পারেন অভিজ্ঞ চিকিৎসক। সঠিক চিকিৎসার সাহায্য়ে প্রিম্যাচিওর হেয়ার গ্রেয়িং রুখে দেওয়া যেতে পারে।

আমলকীর রস এই সমস্যা কমাবে?

অনেকেই দাবি করেন, আমলকীর রস নিয়মিত স্ক্যাল্পে লাগালে নাকি পাকা চুলের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। তবে এই ধারণা আদৌ যুক্তিযোগ্য কিনা তা জেনে নেওয়া উচিত। নচেৎ চুলের ক্ষতিও হয়ে যেতে পারে।

দ্য জার্নাল ফার্মাকোগনসি রিসার্চে প্রকাশিত গবেষণা অনুযায়ী, আমলকীতে এমন কিছু উপাদান রয়েছে, যা প্রিম্যাচিওর হেয়ার গ্রেয়িংয়ের বিরুদ্ধে লড়াই করতে সিদ্ধহস্ত। তাই এই ফলের রস চুলে লাগালে লাগালে যে উপকার মিলবেই, সে কথা এক প্রকার নিশ্চিত ভাবেই বলা সম্ভব।

মেলে এই ২ ভিটামিনও

আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি-এর সন্ধান মেলে, যা স্ক্যাল্পের অন্দরে অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। ফলে আপনার স্ক্যাল্পে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমবে। ফলে অকালপক্কতাও নিয়ন্ত্রণে চলে আসবে।

শরীরে ভিটামিন ই-এর ঘাটতি হলেও চুলে অসময়ে পাক ধরতে পারে। আর এই ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারে আমলকী। কারণ এটির রসে প্রচুর পরিমাণে ই ভিটামিনের হদিশ মেলে। তবে তাই বলে প্রিম্যাচিওর হেয়ার গ্রেয়িং সারিয়ে তোলার জন্যে আমলকীকেই একমাত্র প্রতিকার হিসেবে ধরে নেবেন না।

নজর রাখুন এদিকেও

আপনার স্ক্যাল্পের সুস্থভাব বজায় রাখতে এই প্রাকৃতিক উপাদান কার্যকরী ভূমিকা পালন করবে ঠিকই, কিন্তু সবার ক্ষেত্রে পাকা চুলের সমস্যা রুখে দিতে সমানভাবে কার্যকরী নাও হতে পারে। সেক্ষেত্রে প্রথমে অকালপক্কতার কারণ বুঝে নিন। তারপরে আমলকীর নির্যাস ব্যবহার করুন। কিন্তু তাতেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

You might also like!