Life Style News

8 months ago

Love Bite : গলায় ভালবাসার চিহ্ন? এই টোটকায় পড়তে হবে না আর প্রশ্নের মুখে

Love Bite (Symbolic Picture)
Love Bite (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যৌনতায় মেতে ওঠার সময় উত্তেজনার বশে সঙ্গীর শরীরে "লাভ বাউট" কিছু বড় ব্যাপার নয়। সমাজের ফিসফাস হলেও এই হিকি কমবেশি সকলেই পছন্দ করেন। কিন্তু গাঢ় দাগ নিয়ে সকলের চোখ এড়ানো সম্ভব নয়। তাই হিকি ঢাকার উপায় জেনে রাখা দরকার। 

অ্যালোভেরা জেল: ত্বকের যে কোনও সমস্যায় কার্যকর ভূমিকা পালন করে অ্যালোভেরা জেল। এমনকি হিকি দূর করতেও উপকারী অ্যালোভেরা জেল। লাভ বাইটের উপর শুধু অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। এটি আপনার ত্বকের উপর ক্ষতকে নিরাময় করে এবং দাগছোপ দূর করতে সাহায্য করে। পাশাপাশি অ্যালোভেরা জেল ত্বককে হাইড্রেট রাখে। এতে হিকির হাত থেকে চটজলদি নিস্তার পাওয়া যায়।

কলার খোসা: কলার খোসার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকে একাধিক উপকারিতা এনে দেয়। আপনি লাভ বাইটের উপর কলার খোসা ঘষতে পারেন। এতে দাগ দ্রুত মিলিয়ে যাবে।

বরফ: হিকির উপর বরফ ঘষে নিন। এতে ব্যথা ও দাগ দুটোই মিলিয়ে যাবে। 

পিপারমিন্ট স্প্রে: লাভ বাইটের কারণে ওই অংশে রক্ত জমাট বেঁধে যায়। সেটাই দাগ হয়ে যায়। হিকির উপর আপনি পিপারমিন্ট স্প্রে করতে পারেন। এই স্প্রে আপনার ত্বকের রক্ত সঞ্চালন বজায় রাখবে। লাভ বাইটের দাগও হালকা করবে। প্রয়োজনে আপনি হিকির উপর পিপারমিন্টের তেল মালিশ করতে পারেন।


You might also like!