kolkata

1 month ago

RG Kar Hospital: আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে নামলেন মহিলারা, বিচার চাইলো নারী-কন্ঠ

Women again took to the streets to protest against the G tax case
Women again took to the streets to protest against the G tax case

 

কলকাতা, ১৯ আগস্ট : আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আবারও নারীদের সোচ্চার হতে দেখা গেল। বিচার চাইলো নারী-কন্ঠ। উত্তর ২৪ পরগনার হাবরা, বনগাঁয় প্রতিবাদ মিছিল করলেন অসংখ্য মহিলারা। আবার নদীয়া জেলার কৃষ্ণনগরেও মহিলারা প্রতিবাদ মিছিল করেন।

রবিবার রাতে উত্তর ২৪ পরগনার হাবরা স্টেশন এলাকায় প্রায় কয়েকশো মহিলা জড়ো হন, হাবরা স্টেশন এলাকায় জড়ো হয়ে "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগানে সোচ্চার হন। দোষীদের শাস্তির দাবি জানান সবাই। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে মশাল জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন কৃষ্ণনগরের নাগরিকরা। রবিবার রাতে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে থেকে মশাল জ্বালিয়ে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। আবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও সামিল হতে দেখা গিয়েছে। বনগাঁ ত্রিকোণ পার্ক থেকে মশাল হাতে মিছিল শুরু করেন পুরুষরা।

You might also like!