kolkata

4 days ago

Kolkata Accident: রেসকোর্সের সামনে দুই সাফাইকর্মীকে ধাক্কা গাড়ির, গুরুতর আহত ৪ জন

Ferrari car crashes on Racecourse
Ferrari car crashes on Racecourse

 

কলকাতা, ১০ ডিসেম্বর : সাতসকালে রেসকোর্সের সামনে ভয়াবহ দুর্ঘটনা। এসএসকেএম হাসপাতালের দিক থেকে আসা একটি গাড়ি রেসকোর্সের সামনে সজোরে ধাক্কা দেয় দুই মহিলা সাফাইকর্মীকে। এর পরে রাস্তার ধারের একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে ৭০০ থেকে ৮০০ মিটার এগিয়ে উল্টে যায় গাড়িটি। এতে চালক এবং সওয়ারি, মোট দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের এবং দুই সাফাই কর্মীকে উদ্ধার করে পুলিশ এবং নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। বুধবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বেপরোয়া গাড়িটির গতিবেগ অনেকটাই বেশি ছিল। যার ফলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে।

You might also like!