kolkata

3 months ago

Sealdah railway station: রবিবারও বাতিল ট্রেন, কখন শিয়ালদহে স্বাভাবিক পরিষেবা, আঁধারেই যাত্রীরা

Sealdah Station (File Picture)
Sealdah Station (File Picture)

 

কলকাতা, ৯ জুন: চলতি বছরের জুলাই মাস থেকে লোকাল ট্রেন ১২ বগির করা হবে। এই কারণ দেখিয়ে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদহে একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে রেল। তার ফলে চরম ভোগান্তিতে রেল যাত্রীরা। কিন্তু রবিবার বিকেল থেকে স্বাভাবিক পরিষেবা পাওয়া সম্ভব কিনা সেই প্রশ্নের উত্তর মিলছে না। রবিবারও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর।

এই পরিস্থিতিতে নিত্যযাত্রীদের সমস্যা বেড়েই চলেছে। অন্যান্য দিনের তুলনায় রবিবার ট্রেনে ভিড় কম হলেও তা অল্প বলা যায় না। আর একাধিক ট্রেন বাতিল হলে অন্যান্য ট্রেনের ওপর চাপ বহুগুণ বেড়ে যায়। যাত্রীদের একাংশের দাবি, শনিবার ভয়ানক পরিস্থিতি ছিল। এবার রবিবার কী হবে, তার দিকে তাকিয়ে সকলে।

You might also like!