kolkata

4 months ago

Mohammad Selim:"কোনও ভোটই হয়নি ডায়মন্ড হারবারে", অভিযোগ মহম্মদ সেলিমের

Mohammad Selim
Mohammad Selim

 

কলকাতা  : ডায়মন্ড হারবার লোকসভা আসনের ভোট বাতিল করার দাবি তুলল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ভোট শেষে অভিযোগ করেন, রাজ্যের ৪২টি আসনের একটিতে কোনও ভোটই হয়নি। সেটি ডায়মন্ড হারবার।

সেলিম জানান, ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমান রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাবের কাছে দাবি জানিয়েছেন ওই কেন্দ্রের ভোট বাতিলের। সেলিম কলকাতার ভোট নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, কলকাতায় তৃণমূল ব্যাপক হারে রিগিং, ছাপ্পা করেছে। কিন্তু ডায়মন্ড হারবার সব অনাচার ছাপিয়ে গিয়েছে। সেখানে কোনও ভোট হয়নি।

ভুয়ো ইলেকশন এজেন্ট বসানো থেকে শুরু করে বিরোধী ভোটারদের ভয় দেখানো, ছাপ্পা, রিগিং অবাধে চলেছে ডায়মন্ড হারবারে। সেখানে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও নিষ্ক্রিয় ছিল।

সেলিমের অভিযোগ, ডায়মন্ড হারবারের রিটার্নিং অফিসারের অজ্ঞাতে কিছু হয়নি। তিনি সব জানতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বলেই প্রশাসন সেখানে হাত গুটিয়ে ছিল। সিপিএম রাজ্য সম্পাদক কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ করেন। বলেন, আধা সেনা তৃণমূলের কাছে বিক্রি হয়ে গিয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, শনিবারের ভোটে বিজেপি ঘরে বসে ছিল। এটাও সেটিংয়ের আরও একটি দৃষ্টান্ত।

You might also like!