kolkata

4 months ago

Kolkata Lok Sabha Election : নিরাপত্তার চাদরে শহর কলকাতা! কলকাতায় স্পর্শকাতর বুথসংলগ্ন এলাকা কত?

Kolkata Loksabha Election 2024 (Symbolic Picture)
Kolkata Loksabha Election 2024 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামীকাল রাজ্যের ভোট সপ্তমীতে ভোট দেবেন কলকাতার মানুষ। রাত পেরোলেই কলকাতা সহ মোট নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ। তাই ভোটের এই অন্তিম পর্বে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ছে শহর থেকে শহরতলি। 

অন্তিম নির্বাচনী পর্বে কলকাতা শহরের রাস্তায় নামছে ১৩ হাজার কলকাতা পুলিশ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি থাকছে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতকাল থেকে আজ, শুক্রবার পর্যন্ত শহর জুড়ে টহলদারি করবে ৭২টি নাইট পেট্রোলিং গাড়ি। 

উল্লেখ্য, কলকাতা পুলিশের আওতায় রয়েছে ৫টি লোকসভা কেন্দ্র। যার মধ্যে ১৬টি বিধানসভা কেন্দ্রের পুরোটাই লালবাজারের অধীনে এবং মেটিয়াবুরুজ ও ক্যানিং পূর্ব - এই দুটি বিধানসভা কেন্দ্রের একাংশের দায়িত্ব কলকাতা পুলিশের। লালবাজারের আওতায় রয়েছে মোট ৫১৫৮টি বুথ। ৫ থেকে ৮টি বুথ নিয়ে তৈরি হয়েছে ১টি করে সেক্টর। ৩ থেকে ৪টি সেক্টর নিয়ে গঠিত হয়েছে ১টি করে কিউআরটি। কলকাতা পুলিশের আওতায় প্রতিটি থানায় থাকবে ৩টি করে আরটি মোবাইল ভ্যান ও একটি করে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (এইচআরএফএস)। মোট সেক্টরের সংখ্যা ৩৪৭। মোট আরটি মোবাইল ভ্যানের সংখ্যা ২৪০। মোট এইচআরএফএস থাকছে ৮০টি।

প্রতিটি বিধানসভা কেন্দ্রে থাকবে ৩টি করে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম (এসএসটি) ও ৩টি করে ফ্লাইং স্কোয়াড টিম (এফএসটি)। স্পেশ্যাল কুইক রেসপন্স টিম থাকবে, তারা উঁচু আবাসন ও ভিড় এলাকাগুলিতে নজরদারি চালাবে। রাতের শহরের নিরাপত্তা নিশ্চিত করবে ৭২টি নাইট পেট্রোলিং গাড়ি। ৯টি ডিভিশনের প্রতিটিতে ৭টি করে নাইট পেট্রোলিং গাড়ি দেওয়া হয়েছে। ভাঙড় ডিভিশনে থাকবে ৯টি নাইট পেট্রোলিং গাড়ি। বৃহস্পতি ও শুক্রবার-এই দুদিন রাত ১০টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত তারা টহলদারি করবে। প্রতিটি কিউআরটি ও কিউআরটি-তে থাকবেন ৮ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং একজন করে কলকাতা পুলিশের আধিকারিক।

লালবাজার সূত্রে খবর, লোকসভা নির্বাচনে কলকাতা পুলিশ এলাকার অন্তর্গত মোট ৫৭৬টি বুথসংলগ্ন এলাকা স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। খাস কলকাতায় ১৬টি বিধানসভা কেন্দ্রের সাড়ে তিনশোর বেশি বুথসংলগ্ন এলাকা স্পর্শকাতর। এর পাশাপাশি জয়নগর (ক্যানিং পূর্ব) এবং ডায়মন্ডহারবার লোকসভার সামান্য অংশও রয়েছে কলকাতা পুলিসের অধীনে। কলকাতা লেদার কমপ্লেক্স থানা ও সদ্য যুক্ত হওয়া ভাঙড় ডিভিশনের আটটি থানা এলাকায় কয়েছে স্পর্শকাতর বুথ।

You might also like!