kolkata

2 months ago

Terrible fire in Nagerbazar of Dumdum:দমদমের নাগেরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত কারখানা ও গোডাউন

Terrible fire in Nagerbazar of Dumdum
Terrible fire in Nagerbazar of Dumdum

 

দমদম, ১২ জুলাই : ভয়াবহ আগুন লাগল মহানগরীর উপকণ্ঠে দমদমের নাগেরবাজার এলাকায়। শুক্রবার ভোররাত তিনটে নাগাদ যশোর রোডের উপর একটি আইসক্রিম গোডাউনে আগুন লাগে। তার পাশেই ছিল একটি গেঞ্জি কারখানা, আইটিসির গোডাউন, ওষুধ গোডাউন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। স্থানীয়রাও আগুন নেভাতে সাহায্য করছে দমকলের আধিকারিকদের। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পর শুক্রবার সকালে আগুন আয়ত্তে এসেছে। লেকটাউন দমকল স্টেশনের আধিকারিক অরুণ ঘোষ বলেছেন, "আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনও খবর নেই।"

শুক্রবার ভোররাতে পরপর বিস্ফোরণের কিছু শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরপরই বাসিন্দারা বেরিয়ে দেখেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। এরপর অকুস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আইসক্রিম গোডাউনের এসি বাস্ট করাতেই এই অগ্নিকাণ্ড। তবে বড় বড় গ্যাস সিলিন্ডার দ্রুত বের করায় আগুন আশপাশের আবাসনের দিকে যেতে পারেনি। ঘিঞ্জি এলাকা হওয়ায় শুরুতে দমকলকে কাজ করতে একটু অসুবিধায় পড়তে হয়।

টিনের সেড ভেঙে আগুন নেভাতে গিয়ে দেরি হচ্ছে বলেই জানান দমকল কর্মীরা। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় পুরোপুরি না হলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তবে বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলতেই থাকে। কারখানা ও গোডাউনগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই খবর। সকাল হতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, ফায়ার সেফটির ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠছে। সাড়ে চারটার মধ্যে ফরেন্সিকের প্রাথমিক রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। পাশাপশি গোডাউন-কারখানাগুলি ভস্মীভূত হওয়ায় প্রচুর মানুষের কর্মহীন হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।

You might also like!