kolkata

3 weeks ago

Mohammed Salim :আরজি করে নিসংস হত্যাকাণ্ডের অভিযোগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন সেলিম

Mohammed Salim
Mohammed Salim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার রাতে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ঘটে যাওয়া নৃশংস ঘটনাকে কেন্দ্র করে সিপিআই(এম) নেতা মোহম্মদ সেলিম বৃহস্পতিবার একটি প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এই প্রথমবারের মতো হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর পেছনে রাজ্য সরকারের নির্দেশে হাসপাতালের প্রিন্সিপালের ভূমিকা রয়েছে।

সেলিম বলেন, "অপরাধীরা যাতে শাস্তি পায়, তার জন্য স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি। সরকার ব্যর্থ হয়েছে নিরাপত্তা দিতে। সিভিক ভলান্টিয়ারদের সাজানো গুন্ডা হিসেবে ব্যবহার করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে আরজি কর হাসপাতালে ঢুকে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে।"

তিনি আরও দাবি করেন, "সরকার এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীদের অপরাধী সাজানোর চেষ্টা করছে এবং মহিলাদের স্বাধীনতা হরণ করছে। বুধবারের ঘটনায় পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছি। আমরা গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছি।"

সেলিমের বক্তব্য অনুসারে, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের সরানোর পরিকল্পনা করেছিলেন, যাতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা সহজে প্রমাণ লোপাট করতে পারে। সরকার চায় না এই দুর্নীতির মুখোশ উন্মোচিত হোক।" তিনি আরও অভিযোগ করেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন, যাতে সত্য প্রকাশিত না হয়।"

সেলিম জানান, "আজ জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলেছেন এবং মুখ্যমন্ত্রী অপরাধীদের বাঁচানোর জন্য পথে নেমেছেন। সরকার ও পুলিশের একমাত্র লক্ষ্য প্রমাণ লোপাট করা।"

You might also like!