kolkata

4 weeks ago

CV Ananda Bose:মহিলাদের নিরাপত্তা রক্ষা আমাদের দায়িত্ব, মন্তব্য রাজ্যপাল বোসের

CV Ananda Bose
CV Ananda Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘‘আমাদের দায়িত্ব বাংলা এবং ভারতকে মহিলাদের থাকার জন্য নিরাপদ করে তোলা। এটা বড় দায়িত্ব। যদি এখন আমরা সুযোগ হারাই তবে, ভবিষ্যতে আর নাও পেতে পারি।’’

এক্স হ্যান্ডলে ওই মন্তব্য করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। একটি ভিডিয়ো পোস্ট করে সেখানেই প্রথম আর জি করের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির সমালোচনা করতে শোনা যায় রাজ্যপালকে। একই সঙ্গে তাঁকে ওপরের কথা বলতে শোনা যায়।

আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘‘আর জি করের ঘটনা ভয়াবহ। এতে আমাদের বিবেকে একটা ঝাঁকুনি লাগা উচিত। যা ঘটেছে, তা গোটা বাংলার কাছে লজ্জার। দেশ তো বটেই, মানবজাতির কাছেও লজ্জার।’’

কোন সুযোগের কথা বলছেন রাজ্যপাল তা অবশ্য তিনি ওই ভিডিয়ো বার্তায় স্পষ্ট করেননি। তবে রাজ্যপাল বলেছেন, ‘‘আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একজোট হয়ে কাজ করতে হবে। তা হলেই সাফল্য আসবে। কারণ বিবেকানন্দ বলে গিয়েছেন, ‘জাগো, ওঠো, যতক্ষণ না লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না।’ এই স্থির সংকল্পই থাকতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, আমাদের মেয়েরা যাতে সুরক্ষিত থাকে।’’তার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে মামলাটির শুনানি হয়। কিন্তু মঙ্গলবার পর্যন্ত আর জি করের ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল।

You might also like!