কলকাতা, ১৪ অক্টোবর : জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সোমবার বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা আংশিক কর্মবিরতিতে শামিল হয়েছেন। সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। ৪৮ ঘণ্টা আংশিক কর্মবিরতির কারণে বেসরকারি হাসপাতালগুলির জরুরি বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। যদিও রোগী পরিষেবায় কোনও সমস্যা হবে না বলেই আশ্বস্ত করেছিলেন তাঁরা।
এদিকে, আর জি কর ধর্ষণ ও খুনের মামলার প্রতিবাদে ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (ফেমা) সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুই দিনের পেন-ডাউন ধর্মঘটের ডাক দিয়েছে। দেখতে দেখতে ধর্মতলায় ডাক্তারদের আমরণ অনশনের ২০০ ঘণ্টাও অতিক্রান্ত। একে একে অনশনরত ডাক্তাররা অসুস্থ হয়ে পড়ছেন।