kolkata

3 months ago

Weather forecast of Bengal: ২১-২৭ জুন ভালোই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, দাবদাহ থেকে মিলবে স্বস্তি

On June 21-27, there will be good rains in South Bengal, there will be relief from heat
On June 21-27, there will be good rains in South Bengal, there will be relief from heat

 

কলকাতা, ১৫ জুন: অবশেষে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২১ থেকে ২৭ জুন এই সময়কালে ভালোই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, এই সময়কালে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া বিজ্ঞানী জানিয়েছেন, আগামী ২০ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রাপ্ত বৃষ্টি স্বাভাবিকের থেকে কমই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত, এই সময়কালে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দাবদাহ থেকে মিলবে স্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে। একইসঙ্গে জানানো হয়েছে, ২১ জুন থেকে তাপমাত্রা একটু কমবে, যদিও সেই সময়ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি বেশি। সুখবর হিসেবে আবহাওয়া দফতর জানিয়েছে, ২১-২৭ জুন এই সময়কালে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী চার-পাঁচ দিনের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী চার-পাঁচ দিনের মধ্যে ওডিশা, অন্ধ্র উপকূল, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারের কিছু অংশে অগ্রসর হতে পারে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি জায়গায় বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ রয়েছে। তবে তার আগে প্রাক-বর্ষার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।

You might also like!