kolkata

2 months ago

Maitri express : শান্তি ফেরেনি এখনও, ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন পরিষেবা আপাতত বন্ধ

Maitri express (symbolic picture)
Maitri express (symbolic picture)

 

কলকাতা, ১ আগস্ট : বাংলাদেশের অশান্ত পরিস্থিতি জের অব্যাহত। এখনও চালু হল না দুই বাংলার যাত্রী বহনকারী জোড়া আন্তর্জাতিক ট্রেন। বৃহস্পতিবারও বাতিল থাকল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। একইভাবে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসও এদিন চলাচল করছে না। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বাংলাদেশ রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দুই ট্রেন বাতিল সংক্রান্ত খবর মিলেছে। তার জেরেই এপারের যাত্রা আপাতত বাতিল করা হয়েছে। সূত্রের দাবি, আগামী শুক্রবারও দু’দেশের যাত্রীদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। সপ্তাহের শেষ কাজের দিনেও ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী এই দু’টি ট্রেন বাতিল থাকবে। কবে চালু হবে পরিষেবা? তার নিশ্চিত জবাব মিলছে না।

You might also like!