kolkata

2 months ago

Hawker survey : নথিভুক্ত বিভিন্ন তথ্য, কলকাতায় হকার সমীক্ষার প্রাথমিক কাজ শেষ

Hawker survey (symbolic picture)
Hawker survey (symbolic picture)

 

কলকাতা, ১১ জুলাই ঃ মহানগরী কলকাতায় হকার সমীক্ষার প্রাথমিক কাজ শেষ হয়েছে। পয়লা জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। মাত্র ১০ দিনের মধ্যেই হকার সমীক্ষার প্রাথমিক কাজ শেষ হয়েছে।পুরসভার টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশ যৌথভাবে গড়িয়াহাট, ধর্মতলা, নিউমার্কেট, হাতিবাগান-সহ শহরের নানা অংশে প্রাথমিক কাজ শেষ করে ডিজিট্যাল তথ্য যাচাই করছেন। সাত হাজারের বেশি তথ্য ডিউজিট্যালি নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। হকারদের আধার নম্বর, ছবি-সহ শহরের কোন অংশে কতটা জায়গা জুড়ে তাঁরা ব্যবসা করছেন, এই সমস্ত তথ্যই নথিভুক্ত করা হচ্ছে। প্রাথমিক এই সমীক্ষার রিপোর্ট জমা পড়বে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে।

You might also like!