kolkata

2 months ago

Fraud in the name of health department:স্বাস্থ্য বিভাগের নামে প্রতারণা: যুবকের ১১ কোটি টাকার সম্পত্তির হদিস পেল ইডি

ED traces youth's property worth Rs 11 crore
ED traces youth's property worth Rs 11 crore

 

কলকাতা :কলকাতার এক যুবক বুধদিত্য চট্টোপাধ্যায়ের ১১ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেলো ইডি। ১১ জুলাই, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে টেন্ডার পাশ করার নামে ব্যক্তিদের ও সংস্থাগুলিকে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

সূত্রের খবর, ইডি কর্মকর্তাদের ধারণা যে এই সম্পত্তিগুলি প্রতারণার টাকায় কেনা হয়েছে। তারা আরও জানায়, বুধদিত্য বিদেশি পাখির ব্যবসায় বিনিয়োগ করে বড় মুনাফা করেছে। ইডির আইনজীবী বিশেষ আদালতে জানায় যে কীভাবে বুধদিত্য চট্টোপাধ্যায় প্রতারণা করেছে। ইডি কর্মকর্তাদের দক্ষিণ কলকাতার প্রেসিডেন্সি সেন্ট্রাল সংশোধনাগারে বিচারক হেফাজতে থাকা বুধদিত্য চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতিও মিলেছে।

ইডির প্রাথমিক তদন্ত অনুসারে, অভিযুক্ত নিজেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক পরিচয় দিয়ে অনেককে কোটি টাকার প্রতারণা করেছে। সে লোকদের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যেত এবং লোকেরা তাদের টেন্ডার আবেদন পাশ করানোর জন্য হন্যে হয়ে ঘুরত।২০১৯ সাল থেকে প্রতারণা শুরু হয়েছে।

২০২২ সালে দায়ের হওয়া মামলার ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন, সংস্থাটি প্রকাশ করে যে এই প্রতারণা ২০১৯ সাল থেকে চলছে এবং ১১ জুলাই বুধদিত্য চট্টোপাধ্যায়কে অবশেষে গ্রেফতার করা হয়।

বুধদিত্য চট্টোপাধ্যায় শুধুমাত্র ব্যক্তিদের ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত প্রতারণা করেনি, বরং বেঙ্গালুরুর একটি প্রতিষ্ঠানকেও ২৬ কোটি টাকার প্রতারণা করেছে। ইডি কর্মকর্তাদের মতে, সে ২০১৯ সাল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ কোটি টাকারও বেশি প্রতারণা করেছে।


You might also like!