kolkata

3 weeks ago

R.G>Kar Medical College Hospital:আরজিকরকাণ্ডে প্রতিবাদের খেয়ারত চিকিৎসকদের? তড়িঘড়ি বদলি ৪৩ জন চিকিৎসকের!

R.G.Kar Medical College Incident
R.G.Kar Medical College Incident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা বাংলা। এই নক্কারজনক ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।

অপরাধীর বিচারের দাবিদে রাস্তায় রাস্তায়, পাড়ার মোড়ে-মোড়ে আন্দোলনে গলা তুলছেন মহিলারা। সেই সঙ্গে কর্মবিরতির ডাক দিয়ে লাগাতার আন্দোলন করছেন চিকিৎসকেরা। এবার সেই আন্দোলনরত চিকিৎসকদেরকেই বদলি করল রাজ্য সরকার।

রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে তাদের বদলি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এহেন পদক্ষেপ ঘিরেই শুরু হয়েছে নয়া বিতর্ক। চিকিৎসকদের সংগঠন (UNITED DOCTORS FRONT ASSOCIATION) এর তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। নিন্দা জানানো হয়েছে বিজেপির তরফে। আন্দোলনকে সমর্থনের জন্যই ৪৩ জন চিকিৎসককে বদলি করা হয়েছে বলে দাবি। ঘটনার নিন্দা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা।

তিনি বলেন, যারা ঘটনার প্রতিবাদ করছেন, মহিলাদের নিরাপত্তার দাবি জানাচ্ছেন, তাঁদেরকেই বদলি করা হচ্ছে। এই বিষয়ে কিম জং উনের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেন শেহজাদ পুণেওয়ালা। তাঁর দাবি, আজ যদি ইন্দিরা গান্ধী, হিটলার, স্টালিনরা থাকলে বাংলার মুখ্যমন্ত্রীকে বাহবা দিতেন।যদিও এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই বিষয়ে আমার জানা নেই, ফলে কিছু বলারও নেই।

যদিও বদলি করেও প্রতিবাদ থাকছে না জুনিয়র চিকিৎসকদের। এই পরিস্থিতিতে চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

You might also like!