kolkata

4 months ago

West Bengal Lok Sabha elections:রাত পোহালেই গণনা, একনজরে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন

West Bengal Lok Sabha elections
West Bengal Lok Sabha elections

 

কলকাতা, ৩ জুন : সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার দুপুরের পরেই আগামী পাঁচ বছরের জন্য সকলের কাছে দেশের ভবিষ্যতের ছবিটা পরিষ্কার হয়ে যাবে। জানা যাবে কার কপাল পুড়ল, কে হাসলেন শেষ হাসি।

## মোট ভোটার-- ৭,৬০,১০,০০৬ জন।

## মোট প্রার্থী -- ৫০৭ জন।

## স্ট্রং রুম ৩৯৪টি।

## গণনা কেন্দ্র ৫৫টি।

## গণনার জন্য হল ৪১৮টি।

## গণনার জন্য মোট টেবিল ৪৯৪৪টি

## ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে গণনার গড় ১৭ রাউন্ড।

## সবচেয়ে বেশি গণনা হবে ২৩ রাউন্ড। শীতলকুচি (৩১০ ভোটকেন্দ্র) ও দিনহাটা ( ৩১৮ ভোটকেন্দ্র ) বিধানসভা কেন্দ্রে।

## সবচেয়ে কম ভোট গণনার রাউন্ড - ৯( দার্জিলিং লোকসভার চোপরা বিধানসভা কেন্দ্রে ভোট কেন্দ্র ২৫১)।

## গণনার কাজের জন্য নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ৪১৮ জন।

## পোস্টাল ব্যালট এবং ইটিপিবিএস গণনার জন্য হল ৮৬টি।

## মোট পোস্টাল ব্যালট ৩৩৭৯৮১টি।

## মাইক্রো অবজারভার সহ মোট গণনা কর্মী ২৫ হাজারের বেশি।

## গণনার প্রতিটি টেবিলে থাকবেন একজন সুপারভাইজার একজন গণনা সহায়ক এবং একজন মাইক্রো অবজারভার।

এখন দেখার বিষয় এই প্রথমবার জাতীয় নির্বাচন কমিশন যেখানে অনেকটাই সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করতে সক্ষম হয়েছে এই রাজ্যে সেখানে গণনা এবং গণনার পর পরিস্থিতিকে কতটা সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হয়।


You might also like!