কলকাতা, ২৮ সেপ্টেম্বর : রানী রাসমণির জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন - "লোকমাতা রানী রাসমণির জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বাংলার নবজাগরণের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়। আপন সময়ে বাংলার জনজীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার গর্ব, তাঁর প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দির - সম্পর্কিত পরিকাঠামো উন্নয়নে আমরা আড়াইশো থেকে তিনশো কোটি টাকার মতো খরচ করেছি। পুরো এলাকাকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। স্কাইওয়াক করা হয়েছে। আমি তার নাম রেখেছি 'রানী রাসমণি স্কাইওয়াক' । শুধু স্কাইওয়াকই নয়, এখানে যাতায়াতের সুবিধার জন্য দক্ষিণেশ্বর - নোয়াপাড়া মেট্রোও আমার শুরু করা। দক্ষিণেশ্বর রেল স্টেশনকে মন্দিরের আদলেও আমিই করেছি। "
লোকমাতা রানী রাসমণির জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বাংলার নবজাগরণের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়। আপন সময়ে বাংলার জনজীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
— Mamata Banerjee (@MamataOfficial) September 28, 2025
আমার গর্ব, তাঁর প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দির-সম্পর্কিত পরিকাঠামো উন্নয়নে আমরা আড়াইশো থেকে…