kolkata

3 months ago

Holistic Report Card:রেজাল্টে চারিত্রিক গুণ,প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য এবার 'রিপোর্ট বুক' ,আসছে বড় বদল

Classroom
Classroom

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাংলার শিক্ষা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন আসছে।প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আলাদা রিপোর্ট কার্ডের পরিবর্তে একটি বই দেওয়া হবে ৷ যেখানে পড়ুয়াদের প্রতিটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর উল্লেখ থাকবে ৷ আগামিদিনে পড়ুয়াদের আরও উন্নতমানের শিক্ষা দিতেই এই নতুন পদ্ধতি অবলম্বন সমগ্র শিক্ষা মিশনের ।

সার্বিকভাবে এই ধরনের রিপোর্ট কার্ড বেশ বিজ্ঞানসম্মত বলে মনে করছেন শিক্ষকরা। কোনও পড়ুয়ার আগ্রহের ক্ষেত্র, ব্যতিক্রমী দক্ষতা, মনোভাব, উদ্বেগের জায়গা, কোনও বিশেষ বিষয় শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, আত্মসচেতনতা, যোগাযোগের দক্ষতা সহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করে তা রিপোর্ট কার্ডে লেখা থাকবে। একইসঙ্গে এক্সট্রা কারিক্যুলার অ্যাক্টিভিটি, সৃজনশীলতার দিকটিও মূল্যায়ন করা হবে।

এই প্রসঙ্গেই, যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানান, একজন ছাত্র-ছাত্রীর সামগ্রিক বিকাশের জন্য এই ভাবনা । এই রিপোর্ট বুক দেখলে সহজেই বোঝা যাবে, একজন পড়ুয়ার বুদ্ধিমত্তা ও অন্যান্য আচরণের বিকাশ কীভাবে হচ্ছে ৷ সেই সম্পর্কে সম্যক ধারণা তৈরি হবে। পাশাপাশি প্রতিটি শ্রেণিতে কীরকম ফলাফল হয়েছিল, পরবর্তী ক্লাসে পড়াশোনার মান কতটা উন্নত করতে হবে, সেই বিষয়েও উল্লেখ করা হবে ৷ রিপোর্টবুকে আগের ক্লাসের মূল্যায়নের মান উল্লেখ থাকায় পডুয়া বুঝতে পারবে তাদের কতটা উন্নতি করতে হবে ৷

এই বিষয়ে শিক্ষা ভবনের এক আধিকারিক জানান, "মূল্যায়ণের বেশ কিছু বদল করা হয়েছে ৷ এই রিপোর্ট কার্ডটি গড়ে তোলার মূল ভাবনা হল একজন ছাত্র বা ছাত্রী সার্বিকভাবে গড়ে উঠতে পারছে কিনা তা দেখার।" পাশাপাশি তিনি আরও জানান, যদি কারও এই রিপোর্ট কার্ড হারিয়ে যায়, তাহলে স্কুল থেকেই বিনামূল্যে তাকে আরেকটি রিপোর্ট কার্ড দেওয়া হবে।


You might also like!