kolkata

1 month ago

Sitting Drawing Competition at Gandhi Memorial Museum, Barrackpore:১৫ আগস্ট ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয়ে বসে আঁকো প্রতিযোগিতা

Sitting Drawing Competition at Gandhi Memorial Museum, Barrackpore
Sitting Drawing Competition at Gandhi Memorial Museum, Barrackpore

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আসর বসবে ১৪, রিভারসাইড রোড, কলকাতা ৭০০১২০তে।

প্রতিযোগিতার ‘ক বিভাগ’ – ৫ বছর থেকে ৮ বছর বয়স পর্যন্ত বিষয় : ‘যেমন খুশি আঁকো’,

খ বিভাগ – ৮ বছরের ঊর্ধ্ব থেকে ১২ বছর বয়স পর্যন্ত, বিষয় : ‘আমার চোখে আমার দেশ’ এবং গ বিভাগ – ১২ বছরের ঊর্ধ্ব থেকে ১৬ বছর বয়স পর্যন্ত বিষয় : ‘স্বদেশ আমার স্বপ্ন গো’। সময় : সকাল ১১টা - দুপুর ১২টা ৩০ মি.

সংগ্রহালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত নাম নেওয়া হয়েছে। বয়স ১৫.০৮.২০২৪ কে ভিত্তি করে গণনা করা হবে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে সমস্ত প্রতিযোগীদের সংগ্রহালয় উপস্থিত হতে হবে। নাম নথিভুক্তির সময় কর্তৃপক্ষের তরফ থেকে একটি পরিচয় পত্র দেওয়া হবে। পরিচয় পত্রে একটি স্ট্যাম্প সাইজ ছবি লাগাতে হবে। প্রতিযোগিতার দিন পরিচয় পত্রটি সঙ্গে আনতে হবে। প্রতিযোগীদের কেবলমাত্র আঁকার কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য সামগ্রী প্রতিযোগীকে আনতে হবে।

প্রতিযোগিতার শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণের শংসাপত্র সকল অংশগ্রহণকারীদের দেওয়া হবে। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪-এ সংগ্রহালয়ের ওয়েবসাইট - (www.gandhimuseum.in)এবং ফেসবুক পেজ (http://www. facebook.com/gandhi.Sangrahalaya/)-এ ঘোষণা করা হবে এবং ওই দিনে সরাসরি দুপুর ১২ টার পর সংগ্রহালয় থেকে জানা যাবে।

প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের আগামী ২ অক্টোবর ২০২৪-এ গান্ধী জয়ন্তী পালন অনুষ্ঠানের দিন সংগ্রহালয় দ্বারা পুরস্কৃত করা হবে।

You might also like!