kolkata

7 hours ago

Messi’s India tour chaos: যুবভারতীতে তদন্ত কমিটি, ময়ূখ ভবনে আঁটোসাঁটো নিরাপত্তা

Messi India tour kicks off in Kolkata chaos
Messi India tour kicks off in Kolkata chaos

 

কলকাতা, ১৪ ডিসেম্বর : ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে শনিবার যুবভারতী স্টেডিয়ামে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এ ছাড়া, মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগ কমিটিতে রয়েছেন। রবিবার সকাল থেকে তাঁরা তৎপর। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করতে সকাল সকাল পৌঁছে গিয়েছেন যুবভারতীতে।সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার সকাল সকাল পৌঁছে যান মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীও। ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখছেন তাঁরা। মেসি সফরের প্রধান উদ্যোক্তা ধৃত শতদ্রু দত্তকে রবিবারই বিধাননগর মহকুমা আদালতে হাজির করাবে বিধাননগর পুলিশ। তাই সল্টলেকের ময়ূখ ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

You might also like!