kolkata

4 months ago

Pollution In Kolkata: বায়ু দূষণ কমেছে কলকাতায়! জানালেন মেয়র

Kolkata Air Pollution (Symbolic Picture)
Kolkata Air Pollution (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেয়র ফিরহাদ হাকিম নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছেন, ১৩১টি দূষিত শহরের মধ্যে প্রথম ২০তে কলকাতা ছিল একসময়। এমনকি, ২০১৯ সালে দেশের সবথেকে দূষিত ১০টি শহরের মধ্যে ছিল কলকাতা। সেই দুর্নাম ঘোঁচাতে অনেকটাই সফল এই শহর। মেয়র জানান, কেন্দ্রীয় সরকারের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, কলকাতাকে দেওয়া লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে।। কলকাতা শহরের বায়ু ৪০ শতাংশ উন্নত করা সম্ভবপর হয়েছে। অন্যান্য মেট্রো শহর কলকাতা পুরসভা যে লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে, তার ২৫ শতাংশও করতে পারেনি।

বায়ু দূষণের মাত্রা কমানোর ক্ষেত্রে বোস ইনস্টিটিউটের অধ্যাপক অভিজিৎ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানান মেয়র। তিনি বলেন, ‘অধ্যাপক অভিজিৎ চট্টোপাধ্যায়ের পরামর্শেই কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাজে আমূল বদল আনা হয়েছে। দূষণ ছড়ানো যানবাহনগুলিকে পুরসভার কাজকর্ম থেকে একেবারে বাতিল করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি, ১৫ বছরের পুরনো সমস্ত গাড়ি বাতিল করে দেওয়া হয়েছে। তার বদলে বৈদ্যুতিন গাড়ির ব্যবহার বাড়ানো হয়েছে।’

You might also like!