Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Jharkhand

2 years ago

Jhargram city:মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ঝাড়্গ্রাম শহরে দুটি হাই ড্রেনের সংস্কারের কাজ শুরু হতে চলেছে

The renovation work of two high drains in Jhargram city is about to start
The renovation work of two high drains in Jhargram city is about to start

 

ঝাড়গ্রাম : মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ঝাড়্গ্রাম শহরে দুটি হাই ড্রেনের সংস্কারের কাজ অবশেষে শুরু হতে চলেছে। এই দুটি হাই ড্রেনের উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী তথা ঝাড়্গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা। বহু টালবাহানার পর এবার সেই প্রতিক্ষিত সংস্কারের কাজ শুরু হতে চলায় বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত এবং বনদফতরের রাষ্ট্র মন্ত্রী বীরবাহা হাঁসদাকে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের ১ ও ২ নম্বর ওয়ার্ডের মাঝে কালিপোল সংলগ্ন ধান জমি পর্যন্ত হাই ড্রেন ৬৫ লক্ষ ৬১ হাজার ৫১৮ টাকায় এবং শহরের ছিমছাম মোড় থেকে পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্ক পর্যন্ত হাইড্রেন ৬৫ লক্ষ ৫০ হাজার ৮৯৩ টাকায় কাজটি হবে। উল্লেখ্য দীর্ঘ বাম জমানা থেকে কয়েক দশক ধরে শহরের এই মূল ড্রেন দুটির সংস্কার না হওয়ায় অল্প বৃষ্টি হলেই মূল রাস্তা গুলির উপর জল উঠে যায়।পাড়া গুলিতে জল ঢুকে মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গত বছর ঝাড়গ্রাম শহরের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাদের ওয়ার্ডের হাই ড্রেনটি যাতে বর্ষা শুরুর আগেই সংস্কার করা হয় তার জন্য লিখিত আবেদন করেছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদার কাছে। ঝাড়গ্রাম শহরের এক নম্বর ও দু নম্বর ওয়ার্ডের মাঝে মাঝি পাড়ায় অবস্থিত শহরের অন্যতম মূল হাই ড্রেন যা কিনা কালি পোল বলে পরিচিত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক দশকের বেশি সময় ধরে এই হাই ড্রেনটি সংস্কার হয় নি।ফলে প্রতি বর্ষায় ওই ড্রেনের জল উপচে পড়ে এলাকা প্লাবিত করে। প্রতি বছর ওই এলাকার বাড়ি গুলিতে জল ঢুকে যায়,মাটির বাড়ি পড়ে যায়।গত বছরও মাটির বাড়ি ভেঙেছে ওই এলাকায়।পুর নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হলে কাজ শুরু হয় নি।

এদিকে ঝাড়গ্রাম পুরসভা সূত্রে জানা গিয়েছে শহরের ওই কালী পোল সংস্কারের জন্য পঁয়ষট্টি লক্ষ টাকা অনেক আগেই এসেছিল । কিন্তু পুরসভার গাফিলতির জন্য সেই কাজ শুরু হতে এত দেরি হল বলে অভিযোগ। এবার সেই কাজ শুরু হতে চলেছে। ফলে খুশি সাধারণ মানুষ। এই বিষয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন " মঙ্গলবার উদ্বোধন করব কালিপোল সংস্কারের কাজটি।এর সাথে আরো একটি গুরুত্বপূর্ণ হাই ড্রেনের কাজ উদ্বোধন করব। " অন্য দিকে ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন " মঙ্গলবার দুটি হাইড্রেন সংস্কারের কাজ উদ্বোধন করবেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। উদ্বোধন হয়ে গেলেই দ্রুততার সাথে কাজ শুরু হয়ে যাবে। এটি হলে দীর্ঘ দিনের সমস্যা মিটবে। "


You might also like!