Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Jharkhand

1 year ago

PM Modi Visit on Jharkhand Foundation Day:১৫ নভেম্বর ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবসে রাঁচি সফরে আসবেন প্রধানমন্ত্রী

PM Modi Visit on Jharkhand Foundation Day
PM Modi Visit on Jharkhand Foundation Day

 

রাঁচি, ১ নভেম্বর  : ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাঁচি সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরকে ঘিরে ঝাড়খণ্ডের রাঁচিতে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

এই উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার কর্মসূচির প্রস্তুতি চলছে জোরকদমে। অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব সুখদেব সিং। বৈঠকে প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর রোড শো নিয়েও আলোচনা হয়েছে।

রাঁচি বিমানবন্দর থেকে সড়কপথে বিরসা মুন্ডা স্মৃতি পার্কে যাবেন প্রধানমন্ত্রী। খুন্তিতে বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতুতেও যাবেন প্রধানমন্ত্রী। বিরসা মুন্ডা স্মৃতি পার্কে ২০ থেকে ২৫ মিনিট কাটাতে পারেন নরেন্দ্র মোদী। এর পর তাঁর রাজভবনে যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সেখানে ১৫ থেকে ২০ মিনিট থাকতে পারেন। রাজভবন থেকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাবেন। সেখান থেকে তিনি বিমানে করে খুন্তির উলিহাতুতে বিরসা মুণ্ডার জন্মস্থানে রওনা হবেন। এরপর খুন্তির বিরসা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

You might also like!