Jharkhand

11 months ago

Jharkhand:ঝাড়খণ্ডে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা, উদ্বিগ্ন প্রশাসন

Dengue and chikungunya cases are increasing in Jharkhand
Dengue and chikungunya cases are increasing in Jharkhand

 

রাঁচি, ৩০ সেপ্টেম্বর  : ঝাড়খণ্ডে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা। যার জেরে উদ্বিগ্ন প্রশাসন। ইতিমধ্যে, রাজ্যের পূর্ব সিংভূম জেলা ডেঙ্গুর হটস্পট হয়ে উঠেছে, অন্যদিকে রাঁচি চিকুনগুনিয়ার হটস্পট। জানুয়ারি থেকে এখন পর্যন্ত, রাজ্য জুড়ে ১৫৪৩ জন ডেঙ্গু রোগী এবং ২৪০ জন চিকুনগুনিয়া রোগী পাওয়া গেছে।

পূর্ব সিংভূম জেলায় এখনও পর্যন্ত ৭৭৩৫ জন সন্দেহভাজন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এর মধ্যে ৮৯১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এই জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। যেখানে সাহেবগঞ্জে ২০২, সেরাকেলায় ১০৯, রাঁচিতে ৬৯, হাজারিবাগে ৪৩, দুমকায় ৫১, ধানবাদে ৪০, দেওঘরে ২৭, চাতরায় ১৪, পাকুড়ে ১৬, পশ্চিম সিংভূমে ১৭, সিমডেগায় ৪, খুন্টি-গিরিডিতে ১৯ জন এবং বোকারো জেলায় ৫ জন রোগী পাওয়া গেছে। এখনও পর্যন্ত রাজ্য জুড়ে ২৯৪৮৩৭টি বাড়িতে সমীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩৯৩৩টি বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজ্য জুড়ে ৫২০২ সন্দেহভাজন চিকুনগুনিয়া রোগী পাওয়া গেছে। এর মধ্যে ২৪০ জনের চিকুনগুনিয়া নিশ্চিত হয়েছে। রাঁচিতে ১২৮১ সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। এর মধ্যে ১৬২ জনের চিকুনগুনিয়া নিশ্চিত হয়েছে। যেখানে পূর্ব সিংভূমে ২১৯০ সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। এর মধ্যে ৫৬ জনের চিকুনগুনিয়া নিশ্চিত হয়েছে। দেওঘরে ১০ জন, গোড্ডায় ৮ এবং লোহারদাগায় ৮ জন রোগী পাওয়া গেছে।

শুক্রবার রাত পর্যন্ত রাজ্য জুড়ে ৪১ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এর মধ্যে পূর্ব সিংভূমে ১৯ জন, পাকুড়ে পাঁচজন, চাত্রায় সাতজন, ধানবাদে চারজন, দুমকায় তিনজন, হাজারীবাগে একজন এবং সিমডেগায় দুজন রোগী পাওয়া গেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে, রাজ্যে ৬০ জন সক্রিয় ডেঙ্গু রোগী রয়েছে।

You might also like!