Jharkhand

11 months ago

Militants attack in Ranchi: রাঁচিতে জল জীবন মিশন অফিসে হামলা পিএলএফআই জঙ্গিদের

Militants attack Jal Jeevan Mission office in Ranchi (Collected)
Militants attack Jal Jeevan Mission office in Ranchi (Collected)

 

রাঁচি, ৮ অক্টোবর : ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে জল জীবন মিশন অফিসে হামলা চালায় পিএলএফআই জঙ্গিরা। এই হামলার পর প্রশাসন ও পুলিশ আধিকারিকরা চিন্তায় পড়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে রাঁচির লাপুং থানার দোলাইচা গ্রামে। জঙ্গিরা জলজীবন মিশনের অফিসে থাকা ১৫ জন কর্মীকে পিটিয়ে আধমরা করে দেয় বলে অভিযোগ। টাকার দাবিতে ক্ষিপ্ত হয়ে অফিসের একটি ঘর পুড়িয়ে দেয় জঙ্গিরা।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনও পিএলএফআই জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ মেলেনি। জল জীবন মিশন অফিস পরিচালনাকারী সংস্থার সাইট ইনচার্জশান্তি প্যাটেল রবিবার সকালে জানান, শনিবার গভীর রাতে হঠাৎ করে ২০-২৫ জন মুখোশধারী অফিসে হামলা চালায়। তারা অফিসের ১৫ জন কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই মুখোশধারীরা নিজেদের পিএলএফআই নকশাল বলে পরিচয় দেয়। ভাংচুরের পর মুখোশধারীরা একটি ঘরে আগুন ধরিয়ে দেয়।

ডিএসপি রজত মণি বখালা জানান, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় অঙ্কিত নামে এক ব্যক্তির জড়িত আছে বলে অনুমান করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এটি নকশাল হামলা নয়। একই গ্রামের কয়েকজন যুবক জল জীবন মিশনের অফিসে হানা দিয়েছে। তাদের সবার পরিচয় পাওয়া গেছে। গোয়েন্দারা তদন্ত শুরু করেছে। অভিুযুক্তদের গ্রেফতারের জন্য জোরদার তৎপরতা শুরু করেছে পুলিশ।

You might also like!