Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Jharkhand

2 years ago

Cyber Crime in Ranchi : রাঁচিতে ১.৩৩ কোটি টাকার প্রতারণার মামলা প্রকাশ্যে

Cyber attack in Ranchi (File Picture)
Cyber attack in Ranchi (File Picture)

 

রাঁচি, ২ আগস্ট : রাঁচিতে ১.৩৩ কোটি টাকার প্রতারণার মামলা প্রকাশ্যে এসেছে। রাঁচির ধুরভা থানা এলাকার ঘটনা। ঘটনায় প্রতরণার স্বীকার নবীনবাবু বুধবার সিআইডি-র সাইবার থানায় মামলা রুজু করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন, নবীন কুমার ভার্মা ক্রিপ্টো কারেন্সি বাজারে টাকা বাড়াতে গিয়ে ১.৩৩ কোটি টাকা প্রতারিত হয়েছেন। সাইবার অপরাধীরা প্রতারিত অর্থ লেবাননের সন্ত্রাসবাদী হিজবুল্লাহ পরিচালিত একটি অ্যাকাউন্টে পাঠায়। পুলিশ এই মামলার চার্জ সিআইডির সাইবার সেলে হস্তান্তর করেছে। বুধবার সাইবার থানার ডিএসপি নেহা বালা বিষয়টি জানায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ লক্ষ ৪৭ হাজার ৬৮(মার্কিন ডলার) ব্যবসার কাজের জন্য তার অ্যাকাউন্টে ছিল। সেইসময় কোম্পানির প্রধান মিস্টার মার্ক প্রস্তাব দিয়েছিলেন যে, তিনি যদি তার সঙ্গে ৫ শতাংশ কমিশনে তিনদিনের চুক্তি করেন তবে তিনি তার আমানত উল্লেখযোগ্যভাবে বাড়াবেন। এরপর মার্কের সঙ্গে তিনদিনের চুক্তি করেন নবীন। তারপরেই তাঁর জমানো টাকা বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৯৫ হাজার ২৮ মার্কিন ডলার। নবীন তার কমিশনও মার্ককে দিয়েছিল কিন্তু যখন ৫২ হাজার মার্কিন ডলার তুলতে গেলেন তখন সেটা তোলা যায়নি। তখন তিনি বুঝতে পারেন যে তিনি সাইবার প্রতারিত হয়েছেন। এরপর তিনি সরাসরি সাইবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর সাইবার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!