Jharkhand

1 year ago

Hemant Soren:১৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামতারা সফর

Hemant Soren
Hemant Soren

 

রাঁচি, ৯ ডিসেম্বর  : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ১৩ ডিসেম্বর জামতারা জেলার নালা পরিদর্শন করবেন। নালা ব্লকে আয়োজিত 'আপকি যোজনা, আপকি সরকার, আপকে দ্বার' কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। শনিবার এই সফর সংক্রান্ত বিষয়ে জানান ডিসি শশী ভূষণ মেহরা। তিনি এই সফরের প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেন। ডিসি শশী ভূষণ মেহরা জানান, আগামী ১৩ ডিসেম্বর নালা ব্লকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আগমন ঘটবে। তিনি নালা ব্লকে আয়োজিত 'আপকি যোজনা, আপকি সরকার, আপকে দ্বার' কর্মসূচিতে অংশ নেবেন। এই কর্মসূচির আওতায় এই প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সম্পদ বিতরণ করা হবে। উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও সম্পদ বণ্টন সংক্রান্ত একটি তালিকা তৈরি করে শীঘ্রই তা উপলব্ধ করার জন্য ঝাড়খণ্ডের সব সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!