Jharkhand

5 months ago

Hemant Soren:শপথের পর শুক্রে বগলামুখী মন্দিরে পুজো সস্ত্রীক হেমন্তর

Hemant Soren
Hemant Soren

 

রাঁচি, ৫ জুলাই : জেল থেকে মুক্তি পাওয়ার পরে ফের ঝাড়খণ্ডের কুর্সিতে হেমন্ত সোরেন। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়ে শুক্রবার রাঁচির বগলামুখী মন্দিরে পুজো দিতে গেলেন হেমন্ত। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা জেএমএম বিধায়ক কল্পনা সোরেন।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের রাজ্যপালের কাছে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। এরপর বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস, আরজেডি জোটের নেতা হিসাবে রাজভবনে গিয়ে শপথবাক্য পাঠ করেন হেমন্ত। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়ে পরের দিনই অর্থাৎ শুক্রবার রাঁচির মা বগলামুখী মন্দিরে পুজো দিতে গেলেন হেমন্ত। সঙ্গে ছিলেন স্ত্রী তথা জেএমএম বিধায়ক কল্পনা সোরেন।


You might also like!