Jharkhand

6 months ago

Jharkhand:ঝাড়খণ্ডে ট্রাক-অটোর সংঘর্ষে মৃত্যু ৫ জনের, আহত আরও ৬ জন

5 killed in truck-auto collision in Jharkhand
5 killed in truck-auto collision in Jharkhand

 

গাড়োয়া, ১৪ জুন : ঝাড়খণ্ডের গাড়োয়া জেলায় অটো-রিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বংশীধর নগর থানার অন্তর্গত পালহে গ্রামের কাছে।

ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আদিত্য নায়েক বলেছেন, গুজরাটগামী একটি ট্রেনে চড়তে প্রায় ১২ জন অটোরিক্সায় চেপে নগর উন্টারি রেল স্টেশনে যাচ্ছিলেন, তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয়েছে ৫ জনের ও ৬ জন আহত হয়েছেন।


You might also like!