Jharkhand

1 year ago

Accident in jharkhand: ঝাড়খণ্ডের পালামুতে সড়ক দুর্ঘটনায় মৃত ৪, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

4 dead in road accident in Jharkhand's Palamu (Symbolic Picture)
4 dead in road accident in Jharkhand's Palamu (Symbolic Picture)

 

পালামু, ২৯ আগস্ট: ঝাড়খণ্ডের পালামুতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে ঝাড়খণ্ডের পালামু জেলার চাঁদপুর থানার অন্তর্গত বারাওনের শাহপুর-গড়োয়া প্রধান সড়কের চাদবনার কাছে। দুর্ঘটনার পর গাড়ির চালক দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গিয়েছে, ১৪ জন যাত্রীকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়িটি। সোমবার রাতে আহতদের সবাইকে এমএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতদের নাম, উদল প্রসাদ চৌরাসিয়া, রোহিত কুমার, মধু মেহতা। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহতদের সঙ্গে দেখা করার পরে স্থানীয় বিধায়ক অলোক চৌরাসিয়া বলেন, শ্রাবণ মাসের শেষ সোমবার পালন করার উদ্দেশে পাহাড়ি বাবার কাছে চাদবনা টোলায় একটি মেলা ও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেই আসছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁদপুর থানার পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়। বিধায়ক চৌরাসিয়া মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেক মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসা ও আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মঙ্গলবার অফিসিয়াল এক্স (টুইটার)হ্যান্ডেলে একটি শোকবার্তায় মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন।

You might also like!