International

9 months ago

Bank Loan: ব্যাঙ্ক লোনের জন্য বাংলাদেশের বাসিন্দারা বেশি কি বন্দক রাখেন? জানুন

Bank Loan (File Picture)
Bank Loan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এপ্রিল-জুন মাসে বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে দেওয়া মোট ঋণের পরিমাণ ছিল ১৪ লাখ ৪৬ হাজার ৭৩ কোটি টাকা। কোন ক্ষেত্রে বেশি টাকা ঋণ দেওয়া হয়, তাও এবারে জানা গিয়েছে। বন্ধক হিসাবে কী জমা রেখে বেশি ঋণ নেওয়া হয় তাও জানিয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক।

জমি এবং বাড়ি রেখে ঋণ

বাংলাদেশ ব্যাঙ্কের প্রতিবেদন অনুসারে, সেখানের বাসিন্দারা সবচেয়ে বেশি ঋণ করেন জমি, বাড়ি ও ফ্ল্যাট বন্ধক রেখে। তাদের রিপোর্ট অনুসারে, সেখানে ব্যাঙ্ক থেকে যে পরিমাণ ঋণ দেওয়া হয় তাঁর প্রায় ৬৪ শতাংশ দেওয়া হয় জমি, বাড়ি ও ফ্ল্যাট বন্ধক বন্ধক রেখে।

কোন ক্ষেত্রে কত ঋণ?

বাংলাদেশ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন মাসে সেখানের ব্যাঙ্কগুলি থেকে দেওয়া ঋণের পরিমাণ ছিল ১৪ লাখ ৪৬ হাজার ৭৩ কোটি টাকা। এর মধ্যে ৯ লাখ ২১ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে জমি, বাড়ি বা ফ্ল্যাট বন্ধক রেখে। আর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক গ্যারান্টির বিপরীতে দেওয়া হয়েছে ২ লাখ ২৮ হাজার কোটি টাকার ঋণ।

সেই হিসাবে ঋণের প্রায় এক–চতুর্থাংশের বিপরীতে জমি, বাড়ি বা ফ্ল্যাট এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিশ্চয়তাকে জামানত রাখা হয়। তবে, বাংলাদেশে সব থেকে কম ঋণ দেওয়া হয় শেয়ার ও সিকিউরিটিজ বন্ধক রেখে। এগুলি বন্ধক রেখে ওই সময়ে ঋণ দেওয়া হয়েছে প্রায় ৯ হাজার ২৫৯ কোটি টাকা।

জমি বন্ধকে ঋণ কেন?

ব্যাঙ্কগুলির মতে জমি, বাড়ি ও ফ্ল্যাটের চাহিদা সব সময়েই থাকে। তাই এই ‘জামানত’ বিক্রি করাও সহজ। কারণ, এর জন্য ক্রেতা পাওয়া যায়। তাই ব্যাঙ্কগুলি ঋণ বিতরণের ক্ষেত্রে জমি, বাড়ি বা ফ্ল্যাট বন্ধক নিতে বেশি আগ্রহী হয়। একটি বেসরকারি ব্যাঙ্কের প্রাক্তন আধিকারিক আনিস এ খান বলেন, 'জমি, বাড়ি জাতীয় সম্পদ যাচাই করা ব্যাঙ্কের ক্ষেত্রে সহজ। এই সম্পদের চাহিদা সব সময় থাকে, তাই বিক্রি করাও সহজ। এসব কারণে ঋণ দেওয়ার ক্ষেত্রে জমি, বাড়ি বা ফ্ল্যাট বেশি বন্ধক রাখা হয়।'


You might also like!