দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভগবান শিবঠাকুরের প্রিয় মাস শ্রাবণ। অনেকেই মনে করেন শ্রাবণ মাসেই শিব ঠাকুরের জন্ম হয়েছিল। প্রিয় মাসে ভগবান তাঁর ভক্তদের আশীর্বাদ করে থাকেন। সোমবার হল শিবের প্রিয় দিন। তাই অনেকেই ভোলে বাবার আশীর্বাদ পাওয়ার জন্য শ্রাবণ মাসের সোমবার শিবের ব্রত পালন করেন। দিনভর উপবাস করে শিব ঠাকুরের পুজো করেন। কথিত রয়েছে সোমবার শিব পুজো করেন ভগবান শঙ্করের আশীর্বাদে ইচ্ছে পুরাণ হয়। জীবনের সব বাধা কেটে যায়। জ্যোতিষ অনুযায়ী এই এবার শ্রাবণ মাসে ভগবান শিব ঠাকুরের আশীর্বাদ থাকবে পাঁচ রাশির ওপর।
মিথুন রাশিঃ
শ্রাবণ মাসের প্রথম সোমবার এই রাশির জাতক ও জাতিকারা নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ হতে পারে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ হবে। এই রাশির জাতক ও জাতিকারা দাম্পত্য সুখের অধিকারী হবেন।
সিংহ রাশিঃ
শ্রাবণ মাসের সোমবার সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ হতে পারে। এরা শিবের কৃপায় বড় কিছু অর্জন করতে পারেন। নতুন চাকরি ও কাজের সুযোগ পেতে পারে। শুত্রুদের ওপর কতৃত্ব করতে পারেন। বুদ্ধি ও প্রতিভার জোরে সমাদে আধিপত্য বজায় রাখতে পারবে।
বৃশ্চিক রাশিঃ
ভবগান শিবের আশীর্বাদে শ্রবাণ মাসের সোমবার এই রাশির জাতক ও জাতিকারা ভগবান শিবের আশীর্বাদ পাবেন। এই দিন এরা প্রচুর সুখবর পাবেন। বাবামায়ের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর হবে। শিবের কৃপায় মানসিক চাপ মুক্ত হবে এদের জীবন।
কর্কট রাশি-
এই রাশির অধিপতি হল চন্দ্র আর উপাস্য দেবতা হল শিব। এই মাসে এরা শিবঠাকুরের বিশেষ আশীর্বাদ পাবেন। জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। এরা এই সময় মানসিক চাপ মুক্ত হতে পারেন।
ধনু রাশিঃ
শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এদের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। অনেক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। উন্নতির দরজা খুলে যাবে। হাতে আসতে পারে প্রচুর টাকা। আর্থিক অবস্থান আর সুনাম বৃদ্ধি পাবে।