Horoscope

1 year ago

Shani Vakri 2023 : রথের ২দিন আগে শনির উল্টো যাত্রা, বদলে যাবে ৪ রাশির ভাগ্য

Shani Bakri (Symbolic Picture)
Shani Bakri (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গ্রহের মধ্যে শনিকে গ্রহরাজ বলা হয়, তাঁর আশির্বাদে যেমন সব শুভ হতে পারে, তেমন তাঁর প্রকোপে সর্বশ্রান্ত হতে পারে যে কোনো মানুষ। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথির পুণ্যদিনে রথযাত্রা উৎসব পালিত হয়। ওইদিন জগতের নাথ তথা জগন্নাথ ভাইবোনকে নিয়ে মাসির বাড়ির দিকে রওনা হোন। রথের দিন যে কোনও কাজই শুভ।

তবে এবছর রথের ঠিক ২ দিন আগে শনিদেব কুম্ভ রাশিতে পিছিয়ে যাচ্ছেন। অর্থাত্‍ শনিদেব কিছু দিন উল্টো পথে যাত্রা শুরু করবেন। কিছু রাশির জাতক জাতিকারা শনি বক্রীর কারণে উপকার পাবেন, আবার কিছু রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। এই সময়ের মধ্যে ৪ রাশি জাতক-জাতিকাদের অত্যন্ত সাবধান থাকা উচিত।  

মেষ রাশিঃ

এই সময়ে বৃহস্পতি, বুধ ও রাহু মেষ রাশিতে অবস্থান করছে। এমতাবস্থায় কুম্ভ রাশিতে শনির পশ্চাদগামী হওয়ার কারণে মেষ রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। এই সময়ে, পরিশ্রম অনুযায়ী ফল না পাওয়ার কারণে হতাশা হতে পারেন। শরীরের যত্ন নিন। 

কুম্ভ রাশি:

এই সময়ে শনি কুম্ভ রাশিতে বসে আছে। এমন পরিস্থিতিতে শনি গ্রহের পিছিয়ে যাওয়া এই রাশির উপরও অশুভ প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে, মানসিক উত্তেজনা অনুভব করতে পারে এবং কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সাবধানে চিন্তা করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন, তবে বিবাহিত জীবন সুখের হবে না।  

কর্কট রাশি:

কর্কট রাশির জাতক-জাতিকাদের শনির পিছিয়ে যাওয়ার সময় সতর্ক থাকতে হবে। কারণ এই সময়ে কর্কট রাশির প্রভাবে শনির মহাদশা শুরু হতে পারে। চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে। নিজের যত্ন নিন। 

তুলা রাশি:

শনির পিছিয়ে যাওয়ার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। বিভ্রান্তির কারণে এই সময়ে পারস্পরিক মতপার্থক্য বাড়তে পারে। কর্মক্ষেত্রে বিতর্ক থেকে দূরে থাকতে হবে।


You might also like!