Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Horoscope

11 months ago

Rashifal:৫ অগাষ্ট এই ব্যক্তিদের ব্যবসা দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে, দেখে নিন আপনার আজকের রাশিফল

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ কর্মক্ষেত্রে কিছু সমস‌্যায় পড়তে পারেন। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য জাতকের স্বাস্থ‌্যহানি হতে পারে। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন।  


বৃষ রাশিঃ ব‌্যবসায় সাময়িক মন্দাভাব এলেও ভেঙে পড়বেন না। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবেন। হস্তশিল্পীরা তাঁদের শিল্পসত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন।  


মিথুন রাশিঃ হঠাৎ কোনও দুঃসংবাদে বিচলিত হয়ে পড়তে পারেন। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে অাইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মান-সম্মান বাড়িয়ে তুলুন। 


কর্কট রাশিঃ লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। সম্পত্তি কেনাবেচার জন‌্য সময়টি শুভ। অন‌্যায় উপায়ে রোজগার বাড়াতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। যানবাহনের ওঠা-নামার ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয়। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন। 


সিংহ রাশিঃ দামী সামগ্রীর খেয়াল রাখুন। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। এই রাশির জাতক-জাতিকারা মরশুমি রোগ সম্পর্কে সচেতন থাকবেন। স্ত্রীর প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতি। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে।  


কন্যা রাশিঃ স্ত্রীর সঙ্গে মনোমালিনে‌্যর সৃষ্টি হলেও বিবাহ-বিচ্ছেদের কথা ভাববেন না সন্তানের ভবিষ‌্যতের কথা ভেবে। পরিবারের ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে। এই সময় অার্থিক উন্নতি হলেও খরচের দিকে নজর রাখতে হবে। 


তুলা রাশিঃ  অংশীদারী ব‌্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন‌্য থাকলেও তা প্রকাশ করবেন না। সমাজ-কল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনি নাম, যশ, সামাজিক প্রতিষ্ঠা লাভ করবেন। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।  


বৃশ্চিক রাশিঃ প্রেম-পরিণয়ের ক্ষেত্রে সবদিক বিবেচনা করে তবেই বিবাহের দিকে এগোবেন। আপনার শ্রম ও বুদ্ধির জোরে ব‌্যবসায় উন্নতি। শ্বশুরকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে। স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালি‌ন্যে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না।


ধনু রাশিঃ বিনোদন জগতে কর্মরত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। সন্তানের লেখাপড়ায় আশানুরূপ উন্নতি। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধান। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। অভিনয়ের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তঁাদের সাফল‌্য ধরে রাখতে পারবেন।  


মকর রাশিঃ অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে‌্যর অতীত ব‌্যয় করবেন না। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। এর থেকে বহুবিধ রোগের সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেলেও কর্ম পরিবর্তন করবেন না। স্ত্রীর প্রচেষ্টায় নতুন সম্পত্তি লাভ হতে পারে। 


কুম্ভ রাশিঃ শ্রমিক-মালিক বিবাদের জন‌্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব‌্যবহার না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। নিম্নাঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা। নিজের পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। 


মীন রাশিঃ চাকরিজীবীরা নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালোই হবে।স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক শান্তি ফিরে আসবে। শেয়ার বা লটারিতে বাড়তি অর্থ হাতে আসতে পারে।


You might also like!