Horoscope

4 months ago

Rashifal:দামী উপহার দিয়ে ভালোবাসার মানুষের মন জয়ের চেষ্টা কর্কটের, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

Rashifal
Rashifal

 

মেষ: আপনার প্রেম জীবন সমস্যা মুক্ত থাকবে ৷ স্বাভাবিক জীবনযাপন আজ আপনার একঘেয়ে লাগতে পারে । আজকে হয়ত কোনও অর্থাগম ঘটবে না ৷ কিন্তু আপনার মাথায় আরও বেশি অর্থ উপার্জনের চিন্তা ঘুরবে ৷ কাজেই আপনি অনেক কিছু করার পরিকল্পনা করতে পারেন। বিভ্রান্তি এড়াতে চাইলে চিন্তাগুলিকে সুসংগঠিত করুন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। আজ নক্ষত্রের শক্তি আপনাকে গবেষণার কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।


বৃষ: আপনি উপকারী স্বভাবের হলেও, আপনার আত্মকেন্দ্রিক পন্থা হয়ত আপনার ভালোবাসার মানুষের পছন্দ নাও হতে পারে ৷ সম্পর্কের ক্ষেত্রে আপনাকে উদারমনা হতে হবে। আপনার জীবনসঙ্গীর প্রয়োজন আপনাকে বুঝতে হবে। আপনার স্বচ্ছন্দ্য স্বভাবের কারণে সম্পর্ক আরও মসৃণ হবে। আপনি নিরাপত্তা পাওয়ার চেষ্টা করবেন। এর ফলে আর্থিক অনেক সুযোগ আপনি হারাবেন। সময় সামলানো খুবই গুরুত্বপূর্ণ । নমনীয় থাকার চেষ্টা করুন।


মিথুন: আপনি সম্ভবত আপনার আর্থিক বিষয় নিয়ে অনিশ্চিত থাকবেন। আরও উপার্জনের জন্য কী করতে হবে তা আপনি ঠিক করতে পারবেন না। অর্থ সঞ্চয়ের উপায় নিয়েও আপনি বিভ্রান্ত থাকবেন। সিদ্ধান্ত নেওয়ার সময় আজ নাজেহাল হতে পারন ৷ যদিও কোনও গুরুতর সমস্যা হবে বলে মনে করা হচ্ছে না। আপনার হাতে যদিও অনেক কাজ থাকবে আজ ৷ তথ্য বিশ্লেষণ ও সংগ্রহের কাজে আপনি এগিয়ে থাকবেন। আপনি কাজের গতি শেষ পর্যন্ত বাড়াতে পারবেন ৷ আপনার কর্মক্ষমতা ভালো ফল এনে দেবে।


কর্কট: পূর্বের বোকামিগুলি বুঝতে পারবেন ৷ প্রিয়জনের সঙ্গে আপনার পুনর্মিলন হতে পারে ৷ ভালোবাসার মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসা প্রমাণিত হয়। আর্থিক দিক থেকে আপনি হয়তো আপনার সঙ্গীর জন্য কিছু খরচা করবেন ৷ দূরে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। যদিও, এটি সম্পূর্ণভাবে আপনার খরচ করার ক্ষমতার উপর নির্ভর করে। কাজের জায়গায় সহজেই কঠিন হিসেব করার ক্ষমতা আপনাকে তারকায় পরিণত করতে পারে। আপনার সপ্রতিভ, অবিচল এবং বুদ্ধিদীপ্ত মনোভাবের জন্য অনেকেই আপনাকে পছন্দ করবেন।


সিংহ: সঙ্গীর সঙ্গে দেখা করার জন্য আপনি তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে চাইবেন। আপনার সঙ্গীর মধ্যেও ভালোবাসা প্রজ্জ্বলিত হয়ে উঠবে। আজ এক আপনার এত লাভ হবে যে তা আপনি কর গুণে শেষ করতে পারবেন না। আপনার ভালো স্বভাবের জন্য সহকর্মীরাও আপনার প্রশংসা করবে। লোকের উপর কর্তৃত্ব ফলাবেন না। না-হলে লোকজন আপনার উপর ভরসা করবে না।


কন্যা: চাকরির জায়গায় অনেক কিছু হওয়ার ফলে আপবাকে হয়ত প্রিয়তমের সঙ্গে সাক্ষাৎ বাতিল করতে হবে। চিন্তা করবেন না, প্রেমে ধৈর্য একটি বড় ব্যাপার। পেশাদারী বৃত্তের লোকজনদের সঙ্গে ভালো সম্পর্ক ও যোগাযোগ থাকলে তা আপনাকে উন্নতি করতে সাহায্য করবে। ব্যবসায়িক উদ্যোগে কাজ করা ও তার আর্থিক দিকটি প্রস্তুত করার জন্যও এটি ভালো সময়। অফিসে আপনার অসাধারণ সময় কাটবে। আপনার করা কাজ দেখেই বোঝা যাবে সেটি আপনি করেছেন।



তুলা: প্রেমের জীবনে বেশি স্পর্শকাতর না-হওয়া ভালো। মনে রাখবেন, কোনও কিছুই অতিরিক্ত পরিমাণে ভালো নয় ৷ এমনকী তা যদি ভাবপ্রবণতা হয়, সেটাও নয় ৷ আজ আপনি অতিরিক্ত খরচ করবেন না ৷ কিন্তু খুব বেশি রোজগারও করবেন না। আপনি সামঞ্জস্যে বিশ্বাস করেন এবং হিসাব-নিকাশের খাতায় সামঞ্জস্য আছে দেখে আপনি স্বস্তি পাবেন। আজ অসাধারণ সফটওয়্যার বানানোর সঠিক মানসিকতা আপনার থাকবে।


বৃশ্চিক: আপনি হয়ত আপনার প্রিয় মানুষের থেকে দূরে থাকবেন ৷ তার আকাঙ্ক্ষা সঠিকভাবে বোঝার জন্য ভিডিয়ো চ্যাট করতে চাইবেন। আপনি এতই চনমনে মেজাজে থাকবেন যে মুখে হাসি নিয়ে ভালোবাসার মানুষের মন জয় করে নিতে চাইবেন। বিনিয়োগের দিক থেকে দিনটি ভালো নয় ৷ কাজেই নতুন কিছু শুরু করার চেষ্টা করবেন না। শান্ত থাকুন ও মনে মনে চিন্তা করুন যে কী কী উপায় ও পদ্ধতিতে আর্থিক অবস্থা ভালো করে তোলা যায়।


ধনু: ভালোবাসার মানুষকে নিজের যাদুতে মুগ্ধ করে আপনি দিনটি শেষ করবেন। অন্যদের জন্য অর্থ খরচের মেজাজে থাকবেন। অসাধারণ উপহার দিয়ে সঙ্গীকে অবাক করে দিন। এটি আপনার চিরাচরিত স্বভাবের সঙ্গে মেলে না। আজ দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে ৷ সেটা সামলানোর জন্য আপনার বেশি উদ্যমের প্রয়োজন হবে ৷ কাজেই কাজে বেরোনোর আগে আত্মবিশ্বাস বজায় রাখুন। সফটওয়্যার ডিজাইন করা বা প্রোগ্রাম কোড লেখা থেকে বিরত থাকুন।


মকর: আপনার প্রেম জীবনের চাপ সামলানোর মূল উপায় হতে পারে উপলব্ধি করতে পারবেন । ব্যয় বাড়তে পারে ৷ আপনি আজ প্রয়োজনীয় এবং অ-প্রয়োজনীয় জিনিসের মধ্যে পার্থক্য করতে সক্ষম নাও হতে পারেন। কর্মক্ষেত্রে কঠোর প্রতিযোগিতা হতে পারে। কোনও সহকর্মী ঝগড়া করার জন্য মুখিয়ে থাকতে পারে। সজাগ থাকুন এবং আপনার মেজাজকে নিয়ন্ত্রণ করুন না-হলে দেওয়ালে পিঠ ঠেকে যেতে পারে।


কুম্ভ: দিনটি ইতিবাচক ভাবে শুরু নাও হতে পারে ৷ তবে, আপনি আপনার সঙ্গীর সঙ্গে দেখা করতে চাইবেন ৷ আজ পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আপনি সুন্দর মুহূর্তগুলি ভাগ করে নিতে পারেন যা আপনাকে একে অপরের নিকটবর্তী করতে পারে। আপনার সম্পত্তির মূল্য বিশ্লেষণ করার জন্য দিনটি ভালো হতে পারে। আপনি সম্ভবত ভালো কেনা-বেচা ও বাণিজ্য করতে পারবেন। খামখেয়ালি মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারলে দিনটা অনেক বেশি আনন্দে কাটাতে পারবেন। আপনি কৌশলে একাধিক কাজ পরিচালনা করতে সক্ষম হতে পারেন।


মীন: পরিবারের সাথে গুরুত্বপূর্ণ সময় কাটাতে আপনি কাজের পরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইবেন। আপনি হাসি-মজার সঙ্গে রান্না করে আপনার প্রিয়জনকে খুশি করতে পারেন। বাড়ির সাজসজ্জার ব্যয়ের পাশাপাশি পরিবার এবং বন্ধুদের জন্য খরচ হতে পারে। আজ আপনার উপার্জনের সম্ভাবনা ভালো নয়। কাজের জায়গায় আপনি কর্মব্যস্ত দিন কাটাবেন। বৈঠকের সময় সহকর্মীদের মতামত নিতে বাধ্য হবেন।

You might also like!