Breaking News

 

Horoscope

6 months ago

Horoscope Today: পঞ্জিকা অনুসারে আজ থাকছে বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগের প্রভাব! জেনে নিন আজকের রাশিফল

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ মেষ রাশির জাতকরা আজ কোনও বিষয় নিয়ে দোটানায় পড়তে পারেন। সাংসারিক অশান্তির আশঙ্কা থাকছে। পাকস্থলী, নার্ভ এবং রক্ত সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। ব্যয়বহুল জীবন থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে সাময়িক নিরাশা থাকলেও ভবিষ্যৎ আশানুরূপ হবে। ব্যবসা গতানুগতিক ভালোই চলবে। আজ যৌথ ব্যবসা এড়িয়ে চলুন।

২) বৃষ রাশিঃ আজ আর্থিক অবস্থা ভালোই থাকবে বৃষ রাশির জাতকদের। আগের করা লগ্নি ভালো ফল দিতে পারে। নতুন কর্মসংস্থান বা কর্মক্ষেত্রে স্থানান্তরের যোগ রয়েছে। জীবনসঙ্গীর শরীর-স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া জরুরি। বাস্তব পরিস্থিতি বুঝে নতুন ব্যবসায় হাত দিন, না হলে প্রতারিত হতে পারেন। পড়ে গিয়ে হাড়ে আঘাত পাওয়ার যোগ রয়েছে।

৩) মিথুন রাশিঃ আজ অর্থাগম ভালো হবে। শরীর নিয়ে অযথা চিন্তার কোনও কারণ নেই। ছাত্রছাত্রীদের বিদেশে পড়াশোনার শুভ যোগ আছে। কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে এবং আইনি সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। আপনার তির্যক মন্তব্যে শত্রু বাড়তে পারে। ব্যবসায় নতুন লগ্নির সুযোগ আসবে। স্বর্ণকার, কৃষিজ পণ্য ও কাগজ ব্যবসায়ীরা লাভবান হবেন।

৪) কর্কট রাশিঃ পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। সচেতন না হলে জমানো টাকা অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনও কাজ পেতে পারেন। যানবাহনের যান্ত্রিক ত্রুটিতে সমস্যায় পড়তে পারেন কর্কট রাশির জাতকরা। যৌথ ব্যবসায় অযথা ঝুঁকি না নেওয়াই ভালো। অর্থাগম ভালো হবে।

৫) সিংহ রাশিঃ আজ সাময়িক কিছু শারীরিক অস্বস্তি থাকবে সিংহ রাশির জাতকদের। মায়ের শরীর-স্বাস্থ্য আপনাকে চিন্তায় ফেলতে পারে। পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফল লাভ হবে না। বাড়ির পরিচারক বা অধস্তন কর্মচারীকে নিয়ে সমস্যায় পড়তে পারেন। ভালো বেতনের নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

৬) কন্যা রাশিঃ সহজলভ্য উপার্জনের প্রলোভনের ফাঁদে পা দেবেন না, প্রতারিত হতে পারেন। অর্থাগম হলেও খরচ বাড়ায় সঞ্চয় হবে না। অনেকে আপনার সারল্যের সুযোগ নিতে পারে। যুগ্ম ব্যবসা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন পথ পেতে পারেন। আজ প্রাপ্তিক্ষেত্রে সাময়িক বাধার মুখে পড়বেন।

৭) তুলা রাশিঃ ভুল সিদ্ধান্তে বিপথে চালিত হতে পারেন। বাৎসল্য বা শিশুসুলভ আচরণে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারেন। দাঁত ও হাড়ের সমস্যায় আজ কষ্ট পেতে পারেন। উচ্চশিক্ষায় বাধার সম্ভাবনা, যদিও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য আসবে। ফাটকা ব্যবসায় ক্ষতি হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নিন।

৮) বৃশ্চিক রাশিঃ বৃশ্চিক রাশির পরীক্ষার্থীরা ভালো ফল আশা করতে পারেন। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। পুরোনো বকেয়া টাকা আদায় হতে পারে। সন্তানকে নিয়ে সাময়িক দুশ্চিন্তা আসতে পারে তবে তা অমূলক। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে। আজ থেকে ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। অর্থাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।

৯) ধনু রাশিঃ আজ নিজের রাগ সংবরণ না করলে সমস্যায় পড়তে পারেন। সাইটিকা, হাড়ের ব্যথা, পিত্তজনিত সমস্যার পুনরাবৃত্তি হতে পারে। চিকিৎসা, গবেষণা বা বিজ্ঞানের ছাত্রছাত্রীরা আজ শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে স্পষ্টতা এবং কর্মদক্ষতা আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে।

১০) মকর রাশিঃ কর্মজীবন এবং সাংসারিক জীবনে আজ কিছুটা স্বস্তি পেতে পারেন মকর রাশির জাতকরা। নতুন চাকরির আবেদনকারীদের এখনও ধৈর্য ধরতে হবে। পুরোনো ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে। সেবা ও সততার বিনিময়ে আজ কষ্ট পেতে পারেন। জল বাহিত রোগের সম্ভাবনা রয়েছে।

১১) কুম্ভ রাশিঃ আজ পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন। লোহা, ইমারতি, কয়লা, প্রোমোটারির ব্যবসা লাভজনক হবে। অপ্রত্যাশিত বকেয়া আদায় ভালো হবে। আবহাওয়ার পরিবর্তনে পুরোনো রোগ ফিরে আসতে পারে। ফাটকা বা লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মালিক-ভাড়াটে সংক্রান্ত দ্বন্দ্ব বাড়তে পারে।

১২) মীন রাশিঃ ভাই-বোনের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধ বাড়তে পারে। ঈর্ষাপরায়ণ ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিজের বুদ্ধির দোষে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি বা স্থানান্তরের যোগ রয়েছে। বৈদেশিক বাণিজ্যে টাকা লগ্নি করলে লাভ হবে। গুরুজন পড়ে গিয়ে আঘাত পেতে পারেন।

You might also like!