Horoscope

1 year ago

5টি গ্রহ সারিবদ্ধ: একটি বিরল এবং বিস্ময়কর দৃশ্য, কখন এবং কোথায় রাতের আকাশে গ্রহগুলির সারিবদ্ধতা দেখা যাবে ?

planet
planet

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা! পৃথিবী থেকে এক সঙ্গে সারিবদ্ধ অবস্থায় দেখা যাবে ৫টি গ্রহ-- বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস। মহাজগতিক ঘটনা হিসেবে এটি খুবই বিরল! গ্রহ হিসেবে শুক্র,মঙ্গল ও বৃহস্পতি খুবই উজ্জ্বল, তাই খালি চোখেই এদের দেখার সম্ভবনা রয়েছে। তবে ভালো ভাবে দেখতে দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। আজ, সন্ধেবেলা গ্রহগুলি সূর্যাস্তের কিছুক্ষণ পরেই পৃথিবী থেকে দৃশ্যমান হবে।

সন্ধের আকাশে দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য। আকাশে মাত্র ৫০ ডিগ্রি অঞ্চলে এক বৃত্তচাপের আকারে পাঁচটি গ্রহ সারিবদ্ধ ভাবে অবস্থান করবে। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় এই ঘটনা প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট নামে পরিচিত। যখন রাতের আকাশে ৩টি বা তার বেশি গ্রহ পরস্পরের কাছাকাছি রৈখিক ভাবে অবস্থান করে তখন তাকে প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট বলে। 

কোনো নির্দিষ্ট সময়ে কয়েকটি গ্রহ সূর্যের কোনও একদিকে কাছাকাছি অবস্থান করলে এই প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট ঘটে। দুটি গ্রহ পরস্পর কাছাকাছি এলে তাকে  প্ল্যানেটরি কনজাংশন  বলে। তবে আজকের এই প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাসও এই শ্রেণিতে থাকছে।

সূর্যাস্তের পরেই পশ্চিম আকাশে চোখ রাখুন। প্রথমেই সবচেয়ে উজ্জ্বল সন্ধ্যাতারা অর্থাৎ শুক্রগ্রহকে চিহ্নিত করুন। এবার খেয়াল করুন শুক্র গ্রহের নীচে একেবারে পশ্চিম দিকের দিগন্তরেখা। দেখবেন সেখানে পরস্পরের খুব কাছাকাছি রয়েছে বৃহস্পতি ও বুধ। এদের মধ্যে বৃহস্পতিকেই বেশি উজ্জ্বল দেখাবে। শুক্র গ্রহের ঠিক উপরে থাকবে ম্লান ইউরেনাস এবং তারও অনেকটা উপরে চাঁদের কাছাকাছি মঙ্গল। সন্ধে ৬টা ৩৬ মিনিট থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত এটা দেখা যাবে।  

এমনিতে খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। তবে ইউরেনাস ও বুধকে ভালো ভাবে দেখতে হলে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার বাঞ্ছনীয়। আকাশ পরিষ্কার না থাকলে অবশ্য এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না। 

You might also like!