Health

1 year ago

WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কয়েকটি জরুরি পরামর্শ

Some urgent advice from WHO or World Health Organization
Some urgent advice from WHO or World Health Organization

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাধারণ সমস্ত মানুষকে সুস্থ থাকার জন্য কয়েকটি জরুরি পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী চললে আপনি আমিও অনেক সুস্থ থাকতে পারবো। WHO বলেছে -

১) এক দিনে অন্তত ৫ হাজার স্টেপ হাঁটুন। স্বাস্থ্যের পক্ষে খাবার যতটা জরুরি, ততটাই জরুরি রোজ হাঁটাচলা করা। খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা উচিত।

২) সুস্থ থাকার জন্য ৮ থেকে ১০ গ্লাস জল পান করা উচিত। এটি আপনাকে হাইড্রেট রাখবে ও খাবার হজম করতেও সাহায্য করবে। লাগাতার জল খেলে শরীরের সমস্ত টক্সিন অপসারিত হয়। 

৩) ভুলেও প্রাতঃরাশ বাদ দেবেন না। ভরপেট প্রাতঃরাশ করলে সন্ধে পর্যন্ত এনার্জেটিক অনুভব করবেন।

৪) রাতে কম খাবার খাওয়া অভ্যেস করুন। রাতে কম খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। কারণ রাতে হজমের জন্য শরীরকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়। তাই রাতে হাল্কা ও কম খাবার খাওয়া উচিত।

৫) চা বা কফি পান করুন। কিন্তু বেশি নয়। দিনে ৩/৪ কাপ 

৬) চা ও কফির পরিবর্তে গ্রিন টি শরীরের পক্ষে অধিক উপকারী। এটি শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে যার ফলে হজম তাড়াতাড়ি হয়।

৭) ফাস্টফুড,জাঙ্কফুড ও বিভিন্ন নেশা থেকে দূরে থাকুন।


You might also like!